Basirhat Medical College Update: বসিরহাটে মেডিক্যাল কলেজ...! কবে শুরু হবে কাজ, জানিয়ে দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Basirhat Medical College Update: রাজভবন স্বাস্থ্য দফতরের কাছে বসিরহাট স্বাস্থ্য জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়।
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বসিরহাট মহকুমা এবং সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এই বিপুল জনসংখ্যার জন্য একমাত্র ভরসা বসিরহাট জেলা হাসপাতাল, যা সুপার স্পেশালিটি হলেও রোগী পরিষেবার ক্ষেত্রে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানের অভাবে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।
সুপরিসর পরিকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও টেকনিশিয়ানের অভাবে বহু যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে না। ফলে বসিরহাট মহকুমা ও সুন্দরবনের প্রান্তিক মানুষদের প্রায় ৭০-১০০ কিলোমিটার দূরের বেসরকারি বা সরকারি হাসপাতালে যেতে হচ্ছে। সেখানে একদিকে যেমন খরচের বোঝা বহন করতে হচ্ছে, তেমনই সময় নষ্ট হওয়ায় প্রাণহানির ঝুঁকিও বাড়ছে।
advertisement
advertisement
এদিকে, গত মাসের ২০ তারিখে রাজভবন স্বাস্থ্য দফতরের কাছে উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বাস্থ্য জেলায় মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। রাজভবনের এই তৎপরতায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন জেলার মানুষ। যদিও বারবার সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি তোলা হয়েছে এবং স্বাস্থ্য দফতরকে লিখিতভাবে জানানো হয়েছে, তবুও সঠিক পদক্ষেপ ও তদারকির অভাবে এখনও পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। বিপদকালীন অবস্থায় রোগী এলে, তাদের বারাসাত জেলা হাসপাতাল বা আর জি কর হাসপাতালেই স্থানান্তরিত করতে হচ্ছে। এতে চিকিৎসা পেতে দেরি হচ্ছে এবং পরিবারের উপর আর্থিক চাপও বাড়ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আশার বার্তা এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্যামল বিশ্বাস জানান, “মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন হয়ে গিয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।” এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং রাজভবনের তদারকির পরেই বোঝা যাবে, বসিরহাট মেডিকেল কলেজের স্বপ্ন আর কত দূর। তবে আপাতত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি এবং আশা দুটোই তৈরি হয়েছে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basirhat Medical College Update: বসিরহাটে মেডিক্যাল কলেজ...! কবে শুরু হবে কাজ, জানিয়ে দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক