Nadia News: কৃষ্ণগঞ্জে হল এই প্রশিক্ষণ! বেঁচে যাবে মুমূর্ষ রোগী থেকে বিপদগ্রস্ত মানুষ
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
প্রাকৃতিক কোন বিপর্যয় অর্থাৎ ভূমিকম্প বন্যা কিংবা কোথাও অগ্নিসংযোগ ঘটলে এছাড়াও কোন ব্যক্তি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে কি কি করনীয় তার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কৃষ্ণগঞ্জ: প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা যেকোনো সমস্যা প্রশাসন অথবা আপতকালীন বিভাগে ফোন করে আমরা সাহায্যের আশা করে থাকি। তবে অনেক সময়ই সেই সাহায্য আসতে আসতে সময় লেগে যায় বেশ কিছুটা। আর সেই কারণেই অনেক সময় ঘটে যায় ভয়ানক বিপদ। এই সমস্ত কথা চিন্তা করেই স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে তরুণ প্রজন্মদের বর্তমানে দেওয়া হচ্ছে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রাকৃতিক কোন বিপর্যয় অর্থাৎ ভূমিকম্প বন্যা কিংবা কোথাও অগ্নিসংযোগ ঘটলে এছাড়াও কোন ব্যক্তি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে কি কি করনীয় তার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন সমস্ত জায়গাতেই। আর এই প্রশিক্ষণের অন্যতম উদ্যোক্তা হল এনডিআরএফ টিম।
ঠিক তেমনই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে কৃষ্ণগঞ্জের বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া হল আপৎকালীন এবং জরুরী ভিত্তিতে করনীয় বিশেষ কিছু প্রশিক্ষণ। কোনও মানুষ হঠাৎই বিপদে পড়লে কিভাবে প্রাথমিক পর্যায়ে সেই বিপদ থেকে অন্যান্যরা তাকে সাময়িকভাবে বাঁচাতে পারবে এছাড়াও কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটলে কিভাবে জরুরি বিভাগের কর্মকর্তারা এসে পৌঁছানোর আগে সাধারণ মানুষেরাই নিজেদের বিপদ নিজেরা কিছুটা হলেও ঠেকাতে পারবেন তারই প্রশিক্ষণ দেওয়া হল এই শিবিরে।
advertisement
advertisement
স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকেই এই প্রশিক্ষণ শিবিরে খুশি। তারা জানান এই প্রশিক্ষণের ফলে কোন মানুষ বিপদে পড়লে বিপর্যয় মোকাবিলা দফতর কিংবা অন্যান্য কর্মকর্তারা আসার আগে সাময়িকভাবে বিপদ ঠেকাতে তারা কিছুটা হলেও সক্ষম হবে। যার ফলে হয়তো বেঁচে যাবেন বিপদগ্রস্ত মানুষেরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 11:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কৃষ্ণগঞ্জে হল এই প্রশিক্ষণ! বেঁচে যাবে মুমূর্ষ রোগী থেকে বিপদগ্রস্ত মানুষ