Santiniketan Basanta Utsav: ঐতিহ্যবাহী পৌষমেলা মিটেছে সাড়ম্বরে! বসন্ত উৎসবও হবে মহা ধুমধামে? জানুন

Last Updated:

Santiniketan Basanta Utsav: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ পর্যটকদের। গত বছরের মতোই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন।

+
বসন্ত

বসন্ত উৎসব 

বীরভূম: সময়টা নেহাত কম না। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিছুদিন আগে সাড়ম্বরে পালিত হয়েছে বোলপুর শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষমেলা। তাতেই খুশি হয়েছিলেন ব্যবসায়ীরা। ঠিক পৌষমেলা যেমন ঐতিহ্যবাহী ভাবে আয়োজন করা হয়েছিল তেমনই সবাই ভেবেছিল এ বছর পুরানো ছন্দে আবার ফিরবে বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসব। তবে এ বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে না সাধারণ পর্যটকদের। গত বছরের মতোই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসবে এক সময় দেশ থেকে বিদেশের পর্যটকদের সমাগম হত। তবে প্রসঙ্গত ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া,শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ এগুলোই ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এর লক্ষণ! কোন অঙ্গে কী সমস্যা হয়? শরীর খারাপ ভেবে ভুল করলে নিশ্চিত মৃত্যু
এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগেই এই উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে বসন্ত উত্‍সব ‘উন্মুক্তভাবে’ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, এভাবেই যদি প্রতিবছর ছাত্র শিক্ষকদের নিয়েই পালিত হয়,তাহলে আগামীদিনে আন্তর্জাতিক মানের এই উত্‍সব হারিয়ে যেতে পারে। বসন্ত উৎসব ঐতিহ্যবাহী না হওয়ার কারণে কার্যত মাথায় হাত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিঃশব্দে লিভার নষ্ট করতে পারে রোজের ‘এই’ ৫ খাবার! অ্যালকোহলের চেয়ে অনেক বেশি ক্ষতি, ভুলেও মুখে দেবেন না
শান্তিনিকেতন ভ্রমণে আগত এক পর্যটক জানান বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের সঙ্গে কবিগুরুর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। যদি প্রত্যেক এমনভাবেই ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে না করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ তাহলে পর্যটকদের কাছে ধীরে ধীরে এই বসন্ত উৎসবের আকর্ষণ কমে যাবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে কার্যত হতাশ পর্যটকরা।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Santiniketan Basanta Utsav: ঐতিহ্যবাহী পৌষমেলা মিটেছে সাড়ম্বরে! বসন্ত উৎসবও হবে মহা ধুমধামে? জানুন
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement