Baruipur Rape Allegation : নাবালিকাকে লাগাতার 'ধর্ষণ', গর্ভবতী অষ্টম শ্রেণীর ছাত্রী! অভিযুক্ত গ্রেফতার...

Last Updated:

Baruipur Rape Allegation : নিজের মেয়েকে পড়ানোর জন্যই নাকি প্রতিবেশী অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে আনে বাবলু। ফাঁকা বাড়িতে সেই ছাত্রীকেই দিনের পর দিন ধর্ষণ করে বাবলু ঢালী।

#বারুইপুর: প্রতিবেশী বাবলু ঢালী পেশায় গাড়িচালক, তার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে। নিজের মেয়েকে পড়ানোর জন্যই নাকি প্রতিবেশী অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়িতে ডেকে আনে বাবলু। ফাঁকা বাড়িতে সেই ছাত্রীকেই দিনের পর দিন ধর্ষণ করে বাবলু ঢালী। এমনকি নির্যাতিতাকে হুমকি দিয়ে বলে এই কথা বাইরে কাউকে জানালে নির্যাতিতার ছোট বোনকে খুন করবে। নির্যাতিতা ছাত্রী ভয় পেয়ে যায়। বাড়িতে কিছু বলতে পারেনি সে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের-পর-মাস।
অভিযোগ, ছলে বলে কৌশলে কখনও অঙ্ক শেখানো, কখনও বা আঁকা শেখানোর নাম করে নির্যাতিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত বাবলু ঢালী, আর চলত ধর্ষণ। মাসের-পর-মাস এই ঘটনা ঘটার পরে নির্যাতিতা ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে। শনিবার ছাত্রীর অস্বাভাবিক শারীরিক গঠন দেখে বাড়ির লোক সন্দেহবশত চাপাচাপি করায় নির্যাতিতা ছাত্রী সমস্ত কিছু খুলে বলে তার মায়ের কাছে। পাশাপাশি নির্যাতিতা এও জানায়, বাড়ির ছোট বোনকে খুন করার হুমকি দিয়েছিল প্রতিবেশী বাবলু ঢালি তাই সে ভয়ে কিছু বলেনি।
advertisement
এরপরে শনিবার বিকেলে অভিযুক্ত বাবলুকে এলাকাবাসীরা ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। খবর যায় বারুইপুর থানার পুলিশের কাছে। বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত বাবলুকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার পরিবার শনিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রীর ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত বাবলু ঢালীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Rape Allegation : নাবালিকাকে লাগাতার 'ধর্ষণ', গর্ভবতী অষ্টম শ্রেণীর ছাত্রী! অভিযুক্ত গ্রেফতার...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement