Theatre Festival: 'ব্যারাকপুর জুড়ে আছে সংস্কৃতি-কৃষ্টি...' নতুন নাটকের দলের ১০ বছর পূর্তিতে ফাইন আর্টসে নাট্য উৎসব

Last Updated:

নৈহাটি ব্রাত্যজনের যুগ্ম সম্পাদক অভিনেতা অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী দেবযানী সিংহ এই নাট্য উৎসবে বিশেষ দায়িত্ব নিচ্ছেন।

নতুন নাটকের দলের ১০ বছর পূর্তিতে ফাইন আর্টসে নাট্য উৎসব
নতুন নাটকের দলের ১০ বছর পূর্তিতে ফাইন আর্টসে নাট্য উৎসব
ব্যারাকপুর: নাট্যকার রাজনীতিবিদ এবং মন্ত্রী ব্রাত্য বসুর প্রেরণায় ব্যারাকপুরে তৈরি হয় নতুন নাটকের দল। যার দশ বছর পূর্তিতে আকাদেমি অফ ফাইন আর্টসে হবে নাট্য উৎসব, সাংসদ পার্থ ভৌমিকের পরিকল্পনায়। ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১১টি নাটক মঞ্চস্থ করা হবে। দেবশঙ্কর হালদার, দেবািশস রায় ও পার্থ ভৌমিকের নাটক। উদ্বোধন করবেন নাট্যকার-অভিনেতা-মন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। নৈহাটির সাংসদ ছাড়াও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও এর অন্যতম উদ্যোক্তা। এছাড়া বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীরাও সাহায্য করবেন।
পার্থ ভৌমিক এবং রাজ চক্রবর্তী দুজনেই জানান, ব্যারাকপুরের মানুষ চান কৃষ্টি-সংস্কৃতি-নাটক-গান। আমরা সকলে মিলে এটাই উপহার দেব ব্যারাকপুরবাসীকে। কারণ মানুষের কাজ করতে গেলে তার মধ্যে কৃষ্টি-সংস্কৃতি থাকাটা দরকার ওটা ছাড়া মানুষের কাজ করা যায় না। আগামী ২৫ তারিখ উদ্বোধনের দিন সাড়ে ছটায় ‘দাদার কীর্তি’ নাটক মঞ্চস্থ হবে। এই প্রযোজনা এবার ১০০তম অভিনয় হতে চলেছে। ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১১টি নাটক মঞ্চস্থ করা হবে। রয়েছে দেবশঙ্কর হালদার, দেবাশিস রায় ও পার্থ ভৌমিকের নাটক।
advertisement
advertisement
নৈহাটি ব্রাত্যজনের যুগ্ম সম্পাদক অভিনেতা অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী দেবযানী সিংহ এই নাট্য উৎসবে বিশেষ দায়িত্ব নিচ্ছেন। রাজ চক্রবর্তী বলেন, ‘আগামী প্রলয় ( দ্বিতীয় সিরিজ) প্রজেক্টে অভিনয় করবেন দেবযানী এবং নৈহাটি ব্রাত্যজনের বেশ কয়েকজন।’ দেবশঙ্কর হালদার তাঁর নাটক জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে বলেন, ‘নাটকের প্রসার ও প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকা উচিত।’ কারণ তিনি মনে করেন বেশিরভাগ বড় মিডিয়া নাটকের দিকে খুব একটা গুরুত্ব দেয় না। অথচ এই গুরুত্ব যদি দেওয়া হয় তবে অনেক নতুন নতুন প্রযোজনা প্রচার পায় এবং ছেলেমেয়েরাও আরও উৎসাহিত হবে এবং এগিয়ে আসতে পারবে। নাটক মঞ্চস্থ করতে গেলে যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ সময় দিতে হয় তাতে প্রাণ এবং ভালবাসা না থাকলে সেটা সম্ভব নয়। আসলে সব আকর্ষণই মঞ্চের সামনে যে দর্শক বসে আছেন, তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Theatre Festival: 'ব্যারাকপুর জুড়ে আছে সংস্কৃতি-কৃষ্টি...' নতুন নাটকের দলের ১০ বছর পূর্তিতে ফাইন আর্টসে নাট্য উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement