ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব! জয় রাইডিংয়ে চলল এলোপাথাড়ি গুলি, অবাধে অস্ত্র কারবার নিয়ে রাজনৈতিক চাপান-উতোর

Last Updated:

Barrackpore Incident: লাটবাগান মাঠের দিকে লক্ষ্য করে শূন্যে গুলি চালানোর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। ইতিমধ্যেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব, গ্রেফতার ৩ যুবক
ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব, গ্রেফতার ৩ যুবক
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষ: ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব। রাতের অন্ধকারে বিটি রোডের উপর দিয়ে জয় রাইডিং করার সময়ে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। লাটবাগান মাঠের দিকে লক্ষ্য করে শূন্যে গুলি চালানোর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। ইতিমধ্যেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত তিনজনই সাম্প্রতিক সময়ে জেল থেকে বেলে ছাড়া পেয়েছে। তাদের কাছ থেকে একটি বন্দুক এবং কিছু কার্তুজ উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্ব যোগা প্রতিযোগিতায় ১২টি দেশকে টেক্কা দিয়ে স্বর্ণপদক জয় চন্দ্রার, আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তথা ব্যারাপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় অস্ত্র কারবার চলছে। লাটবাগান থেকেই এই সমস্ত গুলি, পিস্তল বের হয় বলে দাবি অর্জুন সিংয়ের। রবিবার রাতের ঘটনায় গ্রেফতার ৩ যুবককে সোমবার মেডিক্যাল চেক-আপের পর ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নিখুঁত হাত সাফাইয়ের কায়দা! শিকার বোঝার আগেই টাকা, গয়না হাওয়া! সোনারপুরে চুরি চক্রের মাথা অবশেষে পুলিশের জালে
এই ঘটনা জবাবে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, গুলি চালানোর ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কেউ রেহাই পায়নি। পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্তরা। পুলিশ, প্রশাসনের কাছে চেয়ারম্যানের অনুরোধ, এই ধরণের যে সব দুষ্কৃতী বেল পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন তাদের উপর যেন প্রশাসন যেন ২৪ ঘণ্টা নজরদারি চালায়। এদের খোলা ছাড়া উচিৎ নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যারাকপুরে বন্দুকবাজের তাণ্ডব! জয় রাইডিংয়ে চলল এলোপাথাড়ি গুলি, অবাধে অস্ত্র কারবার নিয়ে রাজনৈতিক চাপান-উতোর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement