কালী পুজো মিটলেই বর্ধমানে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন

Last Updated:

পুজোর মরশুমের কথা ভেবে এ বিষয়ে এতদিন পদক্ষেপ নেয়নি প্রশাসন। তবে কালী পুজোর পর টোটোকে নিয়মে বাঁধতে প্রশাসন সক্রিয় হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কালী পুজো মিটলেই বর্ধমানে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন
কালী পুজো মিটলেই বর্ধমানে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন
শরদিন্দু ঘোষ, বর্ধমান: কালী পুজো মিটলেই বর্ধমান শহরে টোটো নিয়ন্ত্রণে ফের উদ্যোগী হবে জেলা প্রশাসন। পুজোর আগেই এই শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা তৈরি করেছিল জেলা প্রশাসন ও বর্ধমান পৌরসভা। ব্যস্ততম রুটগুলিকে চিহ্নিত করে সেখানে টোটোর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের প্রতিবাদে শহর জুড়ে ধর্মঘটে নামে টোটো চালকরা। পুজোর মরশুমের কথা ভেবে এ বিষয়ে এতদিন পদক্ষেপ নেয়নি প্রশাসন। তবে কালী পুজোর পর টোটোকে নিয়মে বাঁধতে প্রশাসন সক্রিয় হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
বর্ধমান শহরে সাত হাজারের ওপর টোটো চলাচল করে। এর মধ্যে অনেক টোটোর রেজিস্ট্রেশন নেই। আবার পঞ্চায়েত এলাকা থেকেও প্রচুর টোটো প্রতিদিন এই শহরে ঢোকে। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শুধুমাত্র রেজিস্ট্রেশন থাকা  তিন হাজার ছশো টোটো এই শহরে চলাচল করবে। এর বাইরে কোনও টোটো চলাচল করবে না। পঞ্চায়েত এলাকার টোটো একটি নির্দিষ্ট এলাকার পর শহরে ঢুকতে পারবে না। এই ৩৬০০ টোটোর অর্ধেক চলবে বেলা দুটো পর্যন্ত। দিনের পরবর্তী সময়ে চলবে বাকি অর্ধেক টোটো। এর জন্য টোটোগুলিকে নীল সাদা ও সবুজ সাদা রঙে চিহ্নিত করা হয়েছে। প্রথম মাসে দিনের প্রথম অর্ধে চলবে নীল সাদা টোটো। দিনের পরের অর্ধে চলবে সবুজ সাদা টোটো। পরের মাসে তার বদল ঘটবে।
advertisement
advertisement
এছাড়াও রেল স্টেশন থেকে ডাক্তারপাড়া খোসবাগান, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ ব্যস্ততম ছটি রুটে টোটোর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। লটারি করে সেই রুটে কারা টোটো চালাবে তা ঠিক করা হয়। যদিও এই রুট ভাগের সিদ্ধান্ত টোটো চালকদের একটা অংশ মানতে নারাজ। এছাড়াও শহর লাগোয়া পঞ্চায়েতের টোটো শহরে ঢুকতে দেওয়ার দাবি উঠেছে।
advertisement
এ ব্যাপারে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, সব দিক দিয়ে টোটো চালকদের স্বার্থ বজায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শহরের যানজটও কমবে। কালীপুজোর পর যাতে নয়া নিয়ম বিধি চালু করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালী পুজো মিটলেই বর্ধমানে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হবে প্রশাসন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement