টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের তুলল পুলিশ! করুণাময়ীতে মধ্যরাতে 'অপারেশন'
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Police detained TET agitators from Karunamoye: রাস্তা খালি করতে সক্রিয় পুলিশ, টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তারা। তাঁদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।
#কলকাতাঃ রাত যত বাড়ছিল, করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে, পাঁজাকোলা করে চাকরিপ্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্তারা। তিনটি বাসে ঠাসাঠাসি করে ঢুকিয়ে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়। সেই সময় হাউ হাউ করে কেঁদে ফেলেন অনেকেই। কেউ কেউ আসুস্থ হয়ে পড়েন, কেউ আবার রাগে ফুঁসছিলেন। কিন্তু কোনও প্রতিবাদই পুলিশের সামনে ধোপে টেকেনি।
আন্দোলনকারীদের দাবি, পুলিশ কতদিন আটক করে রাখবে! ফের ছাড়া পেলেই আন্দোলনে বসবেন তাঁরা। সেক্ষেত্রে আন্দোলন হবে আরও ব্যাপক। কারণ নিজেদের অবস্থান থেকে কোনওভাবেই সরতে নারাজ তাঁরা।
advertisement
advertisement
এ দিন করুণাময়ী থেকে আটক করে বিক্ষোভকারীদের বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। মাত্র কিছুক্ষণের মধ্যেই ৮৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা আন্দোলনকে পুলিশকর্তারা কার্যত লণ্ডভণ্ড করে দিতে সক্ষম হন পুলিশকর্তারা। তবে যেখানে সূর্য অস্ত যাওয়ার পরে মহিলাদের গ্রেফতারির ক্ষেত্রে নানা বাধা রয়েছে, অনুমতির প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে কীভাবে মধ্যরাতে মহিলা বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ দিন আটক করার পরে ছিঁড়ে ফেলা হয় বিক্ষোভকারী পোস্টার, ব্যানার।
advertisement
আরও পড়ুনঃ বক্তব্য না শুনেই রায়দানের অভিযোগ, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ টেট আন্দোলনকারীদের
প্রসঙ্গত, চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। কিন্তু নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 12:43 AM IST

