Police action at Karunamoyee: সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র, রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে আগামিকাল সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল বাম এবং বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে৷
বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ীতে ২০১৪ এবং ২০১৭-র টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ পুলিশি অভিযানের ইঙ্গিত পেয়ে আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বাম, বিজেপি এবং কংগ্রেসের নেতারা৷ বামেদের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বিজেপি-র পক্ষ থেকে ঘটনাস্থলে যান অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতারা৷ এ ছাড়াও ঘটনাস্থলে যায় কংগ্রেসের প্রতিনিধি দল৷
advertisement
advertisement
প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান এবং অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ অবিলম্বে নিয়োগের দাবিতে গত তিন দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷ এ দিন রাত সাড়ে বারোটা নাগাদ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের৷ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী৷
advertisement
এর প্রতিবাদেই সরব হন বিরোধী দলের নেতা নেত্রীরা৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা কাল সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেবো৷ এত রাতে কেন মহিলাদের গায়ে হাত দিল পুলিশ৷ কাল সকালেই আমাদের আদালতে যাওয়ার কথা৷ আদালত কী রায় দেয়, সেই ভয়েই মাঝ রাতে এভাবে আন্দোলনকারী সরিয়ে দিল৷' বামফ্রন্টের তরফেও জানানো হয়েছে, পুলিশের এই বলপ্রয়োগের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 1:03 AM IST