Police action at Karunamoyee: সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র, রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও

Last Updated:
চ্যাংদোলা করে সরানো হচ্ছে এক আন্দোলনকারীকে৷
চ্যাংদোলা করে সরানো হচ্ছে এক আন্দোলনকারীকে৷
#কলকাতা: করুণাময়ী থেকে টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে আগামিকাল সকাল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার ডাক দিল বাম এবং বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে৷
বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ীতে ২০১৪ এবং ২০১৭-র টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ পুলিশি অভিযানের ইঙ্গিত পেয়ে আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বাম, বিজেপি এবং কংগ্রেসের নেতারা৷ বামেদের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বিজেপি-র পক্ষ থেকে ঘটনাস্থলে যান অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতারা৷ এ ছাড়াও ঘটনাস্থলে যায় কংগ্রেসের প্রতিনিধি দল৷
advertisement
advertisement
প্রায় ৮৪ ঘণ্টা ধরে অবস্থান এবং অনশন চালাচ্ছিলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ অবিলম্বে নিয়োগের দাবিতে গত তিন দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷ এ দিন রাত সাড়ে বারোটা নাগাদ আন্দোলনকারীদের জোর করে তুলে দেয় পুলিশ৷ কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের৷ ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী৷
advertisement
এর প্রতিবাদেই সরব হন বিরোধী দলের নেতা নেত্রীরা৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা কাল সকাল থেকে গোটা রাজ্য স্তব্ধ করে দেবো৷ এত রাতে কেন মহিলাদের গায়ে হাত দিল পুলিশ৷ কাল সকালেই আমাদের আদালতে যাওয়ার কথা৷ আদালত কী রায় দেয়, সেই ভয়েই মাঝ রাতে এভাবে আন্দোলনকারী সরিয়ে দিল৷' বামফ্রন্টের তরফেও জানানো হয়েছে, পুলিশের এই বলপ্রয়োগের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Police action at Karunamoyee: সকাল থেকেই বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিজেপি-র, রাজ্য জুড়ে প্রতিবাদে বামেরাও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement