বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম, সুজন-শাহজাহানদের পড়াশুনার ঠিকানা
Last Updated:
ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা ।
#পূর্ব বর্ধমান: ইঁট-কাঠ-পাথরে মোড়া কংক্রিটের স্কুল নয় । খোলা আকাশের নীচে ভিড়ের মাঝেই চলছে পড়াশুনা । বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এই মোবাইল স্কুল নজর কেড়েছে পথচলতিদের । বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের উদ্যোগে পথশিশুদের নিয়ে চালু হয়েছে এই স্কুল ।
ঠিক যেন কোনও প্রাথমিক স্কুলের ক্লাসরুম । কিন্তু তা নয়। বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম । এক কোনায় খাতা-বই নিয়ে পড়াশোনায় মগ্ন শিশুরা । রয়েছেন কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও । স্কুলছুট পথশিশুদের শিক্ষার মূলস্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছেন বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের সদর আরবান দু’নম্বর চক্রের প্রায় কুড়ি জন শিক্ষক-শিক্ষিকা । যার নাম সহজপাঠ ।
advertisement
advertisement
এই পরিকল্পনা মাথায় আসতেই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে তা জানান শিক্ষক-শিক্ষিকারা । সবুজ সংকেত মিলতেই শুরু হয়ে যায় তৎপরতা । গত ১৬ এপ্রিল সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় ।
আপাতত সপ্তাহে দু'দিন একঘণ্টা করে পড়ানো হবে শিশুদের । পড়াশোনার সঙ্গে তাদের আঁকা, গান, নাচও শেখানো হবে । এই পথশিশুদের অনেকে নেশায় আসক্ত । তার থেকে মুক্ত করারও উদ্যোগ নিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা । তাঁদের স্নেহ-মমতা মন জয় করেছে সুজন, শাহজাহান, বাবলু, গণেশ, পরীদের।
advertisement
আর খিদের জ্বালায় বড় হয়ে ওঠা নয় । ছোট্ট হাতে আর ভিক্ষা নয়। সেই হাতে থাকবে পেন-পেনসিল, শ্লেট-খাতা, বই । তবে, এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হতে পারেন বাবা-মা । তাই এই শিশুদের স্কুলে ফেরাতে তাঁদের সঙ্গে কথাও বলছেন শিক্ষক-শিক্ষিকারা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2018 8:33 PM IST