Rath Yatra: প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে আসেন দেবী লক্ষ্মী! বাংলায় কোথায় রয়েছে সেই মন্দির?

Last Updated:

Bardhaman- রথ উপলক্ষে এখন সাজ সাজ রব দিগনগর ও তার আশপাশের গ্রামগুলিতে। রথ যাত্রা উপলক্ষে বাড়িতে বাড়িতে আসেন আত্মীয় পরিজন।পুরীর জগন্নাথ মন্দিরের সব আচার মানা হয় দিগনগরের এই রথযাত্রায়।

এখানে প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে আসেন দেবী লক্ষ্মী! এই বাংলায় কোথায় রয়েছে সেই মন্দির?
এখানে প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে আসেন দেবী লক্ষ্মী! এই বাংলায় কোথায় রয়েছে সেই মন্দির?
বর্ধমান : বর্ধমানের প্রাচীন রথগুলির মধ্যে অন্যতম আউশগ্রামের দিগনগরের রথ। এই জগন্নাথ মন্দিরটি সুপ্রাচীন। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ জগন্নাথের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন। লোক কথা, পুরীর জগন্নাথ দেব দর্শনের পর দিগনগরের জগন্নাথ দর্শন করলে সব মনস্কামনা পূর্ণ হয়।
রথ উপলক্ষে এখন সাজ সাজ রব দিগনগর ও তার আশপাশের গ্রামগুলিতে। রথ যাত্রা উপলক্ষে বাড়িতে বাড়িতে আসেন আত্মীয় পরিজন।পুরীর জগন্নাথ মন্দিরের সব আচার মানা হয় দিগনগরের এই রথযাত্রায়।
প্রাচীন রীতি মেনে প্রথমে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কদমখণ্ডীর কাছে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। মাসির বাড়ি যাওয়ার আগে স্থানীয় ‘কামারমহল’ থেকে জগন্নাথ মন্দিরে ভোগযাত্রা হয়। উল্টো রথের আগের দিন মন্দির থেকে মাসির বাড়ি গিয়ে জগন্নাথের মানভঞ্জন করতে যান দেবী লক্ষ্মী। তা ‘লক্ষ্মীযাত্রা’ নামে পরিচিত।
advertisement
advertisement
সেখানে বলরামকে আড়াল করে জগন্নাথের সাথে দেবীর শুভদৃষ্টি বিনিময় ও মালাবদল হয়। তারপরেই জগন্নাথকে মূল মন্দিরে ফিরে আসার আমন্ত্রণ জানান লক্ষ্মী।
আরও পড়ুন- সুন্দরবন শুধু নয়, ডুয়ার্সেও জমিয়ে ইলিশ উৎসব, সঙ্গে সুস্বাদু বোরলি, রইল সুলুকসন্ধান
রথযাত্রা উপলক্ষে বর্ধমান রাজপরিবারের তরফ থেকে ফল মিষ্টিতে ভরা বিশেষ ডালা আসে। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকেও ডালা আসে মন্দিরে। মহাধুমধামের মধ্যে দিয়ে বিশেষ পুজোর পর রথে তোলা হয় জগন্নাথ বলরাম শুভদ্রাকে।
advertisement
প্রাচীন রথ ধ্বংস হয়ে গিয়েছে আগেই। সেই কাঠামোর ওপর তৈরি করা হয়েছে নতুন রথ। এখানের রথযাত্রা দেখতে অগণিত ভক্ত ভিড় করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাঁরা। অনেকে বোলপুরে হোটেলে রাত্রিবাস করে দিগনগরের রথ দেখতে আসেন।
প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে মন্দিরে নতুন রঙের প্রলেপ পড়ে। সাজিয়ে তোলা হয় চারপাশ। কয়েক দিন আগে থেকেই শুরু হয় রথের সাজসজ্জা। উদ্যোক্তারা জানালেন, রাজবাড়ির তৈরি রথের মূল কাঠামোটি এখন আর নেই। পুরনো কাঠামোর উপরে নতুন রথ বসানো হয়েছে। বর্তমানে গোটা উৎসব পরিচালনা করে মন্দির উন্নয়ন কমিটি। সব ধর্মের মানুষ রথযাত্রায় সামিল হন। রথ উপলক্ষে মেলা বসে এখানে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra: প্রভু জগন্নাথের মানভঞ্জন করতে আসেন দেবী লক্ষ্মী! বাংলায় কোথায় রয়েছে সেই মন্দির?
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement