Bardhaman News: অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফিরল না রোগীর! বর্ধমানের নার্সিং হোমে মারাত্মক অভিযোগ
- Published by:Raima Chakraborty
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Bardhaman News: রোগীর পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে রোগী সুস্থ ছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর আর তাঁর জ্ঞান ফেরেনি।
বর্ধমান: গলব্লাডারের স্টোনের অপারেশন, তাতেই মৃত্যু হল এক গৃহবধূর। চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রোগীর পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে রোগী সুস্থ ছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর আর তাঁর জ্ঞান ফেরেনি।
চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। মৃতার নাম হাসিনা বেগম (৩৩)। তাঁর বাড়ি বাঁকুড়ার পাত্রসায়রে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গৃহবধূ গলব্লাডারে স্টোন নিয়ে বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হন। শুক্রবার তাঁর অস্ত্রোপচার হয়। তারপরই তিনি মারা যান। এনিয়ে নার্সিংহোমে পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার পরিবারের তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!
মৃতার স্বামী সাগর শেখ বলেন, 'অস্ত্রোপচারের আগে স্ত্রী সুস্থ ছিল। কিন্তু অস্ত্রোপচার করার কিছুক্ষণ পর চিকিৎসক স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ বলে জানান। স্ত্রীকে আইসিসিইউতে রাখতে হবে বলে জানানো হয়। আইসিসিইউতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্ত্রী মারা যায়। চিকিৎসায় গাফিলতির কারণেই স্ত্রীর মৃত্যু হয়েছে।' নার্সিংহোমের এক কর্ণধার দেবব্রত চক্রবর্তী বলেন, 'চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঠিক নয়। অস্ত্রোপচারের পর রোগীর খিঁচুনি শুরু হয়। তাই তাঁকে আইসিসিইউতে রাখার ব্যবস্থা করা হয়। তারপরই তিনি মারা যান।'
advertisement
advertisement
আরও পড়ুন: এবার রহস্যফাঁসের অপেক্ষা? দিল্লিতে মেয়ে সুকন্যার সামনে বাবা অনুব্রতকে বসিয়ে 'গরু খোঁজা' তল্লাশি ইডির
গৃহবধূর মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত করানো হয়েছে। মৃতার আত্মীয়দের দাবি, 'গলব্লাডারে স্টোন হয়েছিল। এক চিকিৎসককে দেখানোর পর তিনি কেশবগঞ্জে চটির নার্সিংহোমে তাঁকে ভর্তির পরামর্শ দেন। ছোট অপারেশন হবে বলে জানিয়েছিলেন। অপারেশন হওয়ার পর আর সংজ্ঞা ফেরেনি। পরে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, স্ত্রী মারা গিয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ না জানানোর জন্য ওরা আমাদের তিন লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমরা তা নিইনি। আমরা চাই, প্রশাসন কড়া পদক্ষেপ নিক। তা না হলে ভুল চিকিৎসায় আরও অনেকের প্রাণ যাবে।'
advertisement
শরদিন্দু ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফিরল না রোগীর! বর্ধমানের নার্সিং হোমে মারাত্মক অভিযোগ