বর্ধমান পুরসভার টাকা উধাও, চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে তলব করল মহারাষ্ট্র পুলিশ
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bardhaman News: পৌরসভার অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় এবার কার ডাক পড়ল জানেন! শুনলে অবাক হবেন আপনি। তদন্তের স্বার্থে এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে তলব করল মহারাষ্ট্র পুলিশ।
বর্ধমান: পৌরসভার অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় এবার কার ডাক পড়ল জানেন! শুনলে অবাক হবেন আপনি। তদন্তের স্বার্থে এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে তলব করল মহারাষ্ট্র পুলিশ। পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, আইনজীবীরা বিষয়টি দেখছেন। সই মিলিয়ে দেখার জন্য ডেকে পাঠানো হয়েছে। তদন্তে সব রকম সহযোগিতা করা হবে।
বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। তারা এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠাল। বুধবার চেয়ারম্যানকে মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন শাখার সামনে হাজির হতে বলা হয়েছে।
advertisement
advertisement
এর আগে পুরসভার চিফ এগজিকিউটিভ অফিসারকেও ডেকে পাঠানো হয়। তিনি ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার অফিসে হাজির হয়েছেন। তাঁর সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। চেকে সই আছে এমন আরও এক পুরসভার আধিকারিককে তদন্তের প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে।
advertisement
বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে। তদন্তে সব ধরণের সহযোগিতা করা হবে। তবে চেকে সই করার অথরিটি আমি নই। অন্য দুই আধিকারিকের সইয়ে চেক থেকে টাকা ওঠার কথা। অথচ আমার সই জাল করে টাকা তুলে নেওয়া হয়। চেকটিও জাল করা হয়। কারণ আসল চেক পৌরসভাতেই আছে।”
advertisement
পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তোলা হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা। চেকের একটিতে ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা ওই স্বর্ণ বিপণিকে পেমেন্ট করা হয়। সেই চেকে চেয়ারম্যান ও পুরসভার এগজিকিউটিভ অফিসারের সই রয়েছে। অপর একটি চেকে একই স্বর্ণবিপণিকে ৪৮ লক্ষ ২১ হাজার টাকা পেমেন্ট করা হয়। সেই চেকেও ফিনান্স অফিসার ও এগজিকিউটিভ অফিসারের সই রয়েছে। সেই সই আসল না নকল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান পুরসভার টাকা উধাও, চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে তলব করল মহারাষ্ট্র পুলিশ

