Bardhaman News: বর্ধমানে শুরু হল জুনিয়র ন্যাশনাল ভলিবল চাম্পিয়নশিপ

Last Updated:

Bardhaman News: শনিবার বড়দিন থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ।

#বর্ধমান:  বর্নাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ধমানে শুরু হল জুনিয়র ন্যাশনাল চাম্পিয়ানশিপ (Bardhaman News) । শনিবার বড়দিন থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগের দলগুলিই অংশ নিচ্ছে। দলগুলি আগেই চলে এসেছিল। এদিন সকাল থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে।বর্ধমান ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। চার বছর আগে ২০১৭ সালে বর্ধমানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এদিন বিকেলে বর্ধমানের(Bardhaman News) টাউন হল থেকে শোভাযাত্রা শুরু হয়। জি টি রোড ধরে কার্জন গেট হয়ে বাদামতলা দিয়ে শোভাযাত্রা অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছয়। শোভাযাত্রায় সব দলের প্রতিনিধিরা অংশ নেয়। এই প্রতিযোগিতার আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা উত্তম সেনগুপ্ত বলেন, রাজ্য ভলিবল ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ করে দিয়েছে। সফলভাবে প্রতিযোগিতা সম্পূর্ণ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৫৪ টি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে রয়েছে ২৮ টি দল। মহিলাদের ২৬ টি দল রয়েছে(Bardhaman News)। প্রাথমিক পর্যায়ের খেলাগুলি হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম ও অগ্রদূত সংঘের মাঠে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে মূল পর্যায়ের খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়ামে। বাংলার পুরুষ ও মহিলা দল আগেই বর্ধমানে চলে এসেছিল।
advertisement
advertisement
বাকি দলগুলিও গত কাল থেকে অনুশীলন শুরু করে। রীতি মেনে  সব দলের কোচ ম্যানেজারদের(Bardhaman News) নিয়ে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খেলার নির্ঘন্ট তৈরি সহ নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। এরপর আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল।
advertisement
প্রতিযোগিতা আয়োজক কমিটির বক্তব্য, আমরা সফলভাবে এই ন্যাশনাল চাম্পিয়ানশিপ করতে পারবো বলে খুবই আশাবাদী। সেভাবেই আলো ও অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। সকাল নটা থেকে রাত পর্যন্ত খেলা চলবে। প্রচুর দর্শক আসবে বলে আমরা আশা করছি।
advertisement
শরদিন্দু ঘোষ  
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমানে শুরু হল জুনিয়র ন্যাশনাল ভলিবল চাম্পিয়নশিপ
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement