Adenovirus: বর্ধমানে দুই শিশুর মৃত্যু ঘিরে আতঙ্ক! অ্যাডিনো নয়তো..
- Reported by:Saradindu Ghosh
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষের দাবি, দু'বছরের কম বয়সি ওই শিশুদের ওজন কম ছিল। তাছাড়া তারা শ্বাসকষ্টে ভুগছিল।
দক্ষিণবঙ্গ: শিশুদের জ্বর, শ্বাসকষ্টের চিকিৎসায় বাড়তি সতর্কতা জারি হল পূর্ব বর্ধমান জেলায়। এ ব্যাপারে জেলা জুড়ে সচেতনতা মূলক প্রচারের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। জ্বর সর্দি শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চিহ্নিত করে তাদের দ্রুত চিকিৎসা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কাজে লাগানো হচ্ছে শহর ও গ্রামে আশাকর্মীদের। তাঁদের মাধ্যমে জেলার কোন এলাকায় জ্বর সর্দিতে আক্রান্ত কত শিশু রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। সূত্রের খবর, সেই সঙ্গে শিশুদের মধ্যে এই সংক্রমণ ঠেকাতেও বেশ কিছু সতর্কতা অবলম্বনের জন্য বাসিন্দাদের অবহিত করবেন আশাকর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংক্রমণ ঠেকাতে শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে মাস্ক পরানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রোগের বিপজ্জনক লক্ষ্মণ সম্পর্কে আশাকর্মীদের সচেতন করা হচ্ছে। তাঁরা বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ এবং উপসর্গ সম্পর্কে জানাচ্ছেন শিশুর আত্মীয় পরিজনদের।
আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্কের মাঝেই নতুন চিন্তা 'পপকর্ন লাং! বাচ্চাদের সামলে, জেনে রাখুন উপসর্গ
জ্বর, সর্দি, শ্বাসকষ্ট-সহ অ্যাডিনো ভাইরাসের উপসর্গ নিয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। হাসপাতালে বেডের তুলনায় এখন অসুস্থ শিশুর সংখ্যা বেশি। সেই কারণে একটি বেডে দুটি করে শিশুকেও রাখতে হচ্ছে। তার মধ্যে‘অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (এআরআই) বা শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ ও জ্বরের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হওয়ায় উৎকণ্ঠা আরও বেড়েছে।
advertisement
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষের দাবি, দু'বছরের কম বয়সি ওই শিশুদের ওজন কম ছিল। তাছাড়া তারা শ্বাসকষ্টে ভুগছিল। তাদের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তারা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ছিল কি না, তা বলা যাচ্ছে না।
আরও পড়ুন: এত দিন ভুল জানতেন, কাগজ দিয়ে নয়! এই জিনিস দিয়ে তৈরি হয় টাকার নোট...
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, "বর্ধমান মেডিকেল কলেজ গবেষণাগারে ১৫ টি শিশুর নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে ১৪ টি শিশুর নমুনা অ্যাডিনো পজেটিভ পাওয়া গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে সকলের চিকিৎসা চালানো হচ্ছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 03, 2023 10:59 PM IST










