স্কুলেই নায্য মূল্যের দোকান, মিলছে পড়াশোনার সামগ্রী! কোথায় চলছে এমন পাঠশালা?

Last Updated:

ছাত্রছাত্রীরা যেমন তাঁদের প্রয়োজন মত পঠনপাঠন সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে পারে, তেমনই সেই মুহূর্তে না থাকলেও কেনার পর একটা নির্দিষ্ট সময়ের পরও টাকা দিতে পারে।

+
জিএসএফপি

জিএসএফপি স্কুলের ন্যায্যমূলের পঠন-পাঠন সামগ্রীর দোকান।

বর্ধমান, সায়নী সরকার: খোদ ‘শিক্ষামন্ত্রী’র তত্বাবধানে চলে ন্যায্যমূল্যের পঠনপাঠন সামগ্রী’র আস্ত দোকান। বিকিকিনির মাধ্যমে ক্রেতা-বিক্রেতা সম্পর্ক, বাজারমূল্য, লাভ-ক্ষতি এমনকি ঘাটতি-বাজেট সম্পর্কে সম্যক ধারণা শিখছে ছাত্রছাত্রীরা। শিখছে পারস্পরিক সহযোগিতাপূর্ণ ব্যবহার। বর্ধমানের জিএসএফপি স্কুলের ন্যায্যমূলের পঠন-পাঠন সামগ্রীর দোকান ঘিরে চরম উৎসাহ ছাত্রছাত্রীদের মধ্যে।
স্কুলের প্রধান শিক্ষক জানান, অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে থাকা এলাকায় তাঁদের স্কুল। তাই অনেক সময়ই পেন, পেনসিল, খাতা থেকে বিভিন্ন সামগ্রী সময় মতো কিনতে পারে না পড়ুয়ারা। আবার অনেক সময় ছাত্র-ছাত্রীরাও বাড়িতে বলতে ভুলে যায়। তাই তাদের সহযোগিতার জন্য প্রাথমিকভাবে আমরা শিক্ষকরা মিলে একটা তহবিল তৈরি করেছি। সেই টাকা দিয়ে পঠন-পাঠন সামগ্রী কিনে দিয়ে বিদ্যালয়ের শিশু সংসদের শিক্ষামন্ত্রীর তত্বাবধানে একটি ন্যায্য মূলের দোকান খুলে দি। এখান থেকে ছাত্রছাত্রীরা যেমন তাঁদের প্রয়োজন মত পঠনপাঠন সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে পারে, তেমনই সেই মুহূর্তে না থাকলেও কেনার পর একটা নির্দিষ্ট সময়ের পরও টাকা দিতে পারে।
advertisement
advertisement
আবার প্রয়োজনবোধে কোনও কোনও ছাত্রছাত্রীকে তা বিনামূল্যেও দেওয়া হয়। সেক্ষেত্রে ঘাটতি বাজেট পূরণ হয় স্কুলেরই অন্যান্য তহবিলের বাড়তি টাকা থেকে। অথবা আমরা শিক্ষক শিক্ষিকারা অনেক সময় নিজেদের পকেট থেকে টাকা দিয়ে দি। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বাজার, পরিচালন ক্ষমতা থেকে সহযোগিতাপূর্ণ মানসিকতার বিকাশ ঘটছে। আবার সময় মতো তাঁরা তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্রও হাতের কাছে পেয়ে যাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা শুধু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে পাচ্ছে তাই নয়, বরং একই সঙ্গে তারা বাজার পরিচালনা, আর্থিক লেনদেন এবং সহযোগিতামূলক মনোভাবের মতো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলিও পাচ্ছে। যা তাদের ভবিষ্যৎ জীবনের এগিয়ে যাওয়ার পথকে আরও সুন্দর করে তুলবে বলে আশাবাদী শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলেই নায্য মূল্যের দোকান, মিলছে পড়াশোনার সামগ্রী! কোথায় চলছে এমন পাঠশালা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement