Bardhaman Durga Puja 2022: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!

Last Updated:

Bardhaman Durga Puja 2022: ওই দুই মন্ডপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে দর্শকদের। সেই সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন।

দর্শক প্রবেশ বন্ধ
দর্শক প্রবেশ বন্ধ
#বর্ধমান: পুজোর মাঝে ছন্দপতন। অষ্টমীর দুপুর থেকে বর্ধমান শহরের দুটি মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ হয়ে গেল। দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ওই দুই মন্ডপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে দর্শকদের। সেই সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন।
বর্ধমান শহরের সর্বমিলন সংঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ দুটিতে সোমবার সকালে পরিদর্শনে যান পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা। পূর্ত দফতরের তরফে জানিয়ে দেওয়া হয় মণ্ডপে প্রবেশ করার পথ শক্তপোক্ত নয়। দর্শনার্থীদের বিপদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দুটি মণ্ডপই বিশাল উঁচু। মণ্ডপে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। কিন্তু সেই প্রবেশ পথ ততটা শক্তপোক্ত নয় বলে মনে করছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এই দুই মণ্ডপে প্রচুর সংখ্যায় দর্শনার্থী ভিড় করছেন। স্বাভাবিকভাবেই যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিন পরিদর্শনের সময় ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি (ট্রাফিক-২) রাকেশ চৌধুরি। তিনি বলেন, এই মণ্ডপ দুটিতে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ওপরে না উঠে জমি দিয়ে দর্শনার্থীদের জন্য বিকল্প প্রবেশ পথ করে দিলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। না হলে বাইরে থেকেই মণ্ডপ দর্শন করতে হবে দর্শনার্থীদের।
advertisement
advertisement
উদ্যোক্তারা জানান, তাঁরা কাঠামো পোক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। তবে রাতে দ্বিতীয় দফার পরিদর্শনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আদৌ আর দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে কি না। সর্বমিলন সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন, প্রশাসন পরিদর্শন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। না হলে বড় বিপদ ঘটে যেতে পারতো।
advertisement
যেখানে ত্রুটি রয়েছে দ্রুততার সঙ্গে সেই সব জায়গা শক্তপোক্ত করার কাজ শুরু হয়েছে।তাঁদের আশা অষ্টমীর রাত বা নবমীর সকাল থেকে দর্শনার্থী ফের মণ্ডপে প্রবেশ করতে পারবেন। প্রশাসন জানিয়েছে, ওই দুই পুজো কমিটি ত্রুটি সংশোধন করে নেবে বলে জানিয়েছে তাদের কাজ সম্পূর্ণ হলে ফের পরিদর্শন করা হবে সেই পরিদর্শনে প্রবেশপথ দর্শকদের জন্য নিরাপদ মনে হলে তবেই ফের সেখানে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Durga Puja 2022: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement