ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!

Last Updated:

Durga Puja 2022: এই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আচমকা হুড়োহুড়িতে ভেঙে পড়ে গোটা মণ্ডপ।

দুর্গাপুজোয় অঘটন!
দুর্গাপুজোয় অঘটন!
শান্তনু কর, জলপাইগুড়ি: ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ। আর তার জেরেই কেঁদে ফেললেন বিধায়ক। আগাম ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে ছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসই সত্যি হল অষ্টমীর সকালে। আচমকাই ঝড় সেইসঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়ে যায় বৃষ্টি। আর তার জেরেই বৃষ্টিতে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সার্বজনীনের পুজো মণ্ডপ।
এই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আচমকা হুড়োহুড়িতে ভেঙে পড়ে গোটা মণ্ডপ। ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বিধায়ক। বলেন, ''চোখে জল চলে আসছে। প্যান্ডেল নির্মাতার ভুলেই এত বড় ক্ষতি বলে মনে করেন তিনি।''
advertisement
advertisement
পাশাপাশি এদিন ঝড় বৃষ্টিতে জলপাইগুড়ির একাধিক জায়গায় পুজো কমিটির আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ে। জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কে পান্ডাপাড়া সার্বজনীনের আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ায় যানচলাচল ব্যাহত হয়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement