অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব ৷
কলকাতা: মোহনদাস করমচাঁদ গান্ধির ১৪৩ তম বছরের জন্মদিনেই শহরের একটি দুর্গা পুজোকে ঘিরে চরম বিতর্ক ৷ যা ঘটল খাস কলকাতাতেই ৷ কসবার রুবি পার্কের একটি পুজোতে দেখা গেল অসুরের মূর্তিতে মুখ হুবুহু যেন গান্ধিজীর ! আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি উত্তর ২৪ পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে দুর্গাপুজোর খোলা মণ্ডপে কী করে এই ধরণের কাজ সম্ভব হল তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷
advertisement
advertisement
After row the Hindu Mahasabha of West Bengal has put hair and moustache on Asura which was originally Mahatma Gandhi’s look alike. Last night people gave inflammatory speech by saying “Gandhi can’t be father of the nation.” Here Before and After Pic. #HinduMahasabha #WestBengal pic.twitter.com/9QMVlEUZTf
— Sayantan Ghosh (@sayantan_gh) October 3, 2022
advertisement
অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমার মতো চশমাও । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের ।
Kolkata, WB | Complaint has been filed against All India Hindu Mahasabha whose pandal had showcased an idol resembling Mahatma Gandhi instead of Asura that is killed by Goddess Durga. The idol was earlier today remade, to look like an Asura again. pic.twitter.com/efVEK6fXq4
— ANI (@ANI) October 3, 2022
advertisement
রবিবার রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের করে। পুলিশ ও সাধারণ মানুষের চাপের মুখে পুজো কর্তারা রাতেই অসুরের টাক মাথা, গান্ধিজীর মতো চশমাধারী মুখটিকে বদলে ফেলে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2022 11:56 AM IST

