অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ

Last Updated:

অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব ৷

কলকাতা: মোহনদাস করমচাঁদ গান্ধির ১৪৩ তম বছরের জন্মদিনেই শহরের একটি দুর্গা পুজোকে ঘিরে চরম বিতর্ক ৷ যা ঘটল খাস কলকাতাতেই ৷ কসবার রুবি পার্কের একটি পুজোতে দেখা গেল অসুরের মূর্তিতে মুখ হুবুহু যেন গান্ধিজীর ! আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি উত্তর ২৪ পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে দুর্গাপুজোর খোলা মণ্ডপে কী করে এই ধরণের কাজ সম্ভব হল তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷
advertisement
advertisement
advertisement
অখিল ভারত হিন্দু মহাসভার  পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমার মতো চশমাও । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের ।
advertisement
রবিবার রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের করে। পুলিশ ও সাধারণ মানুষের চাপের মুখে পুজো কর্তারা রাতেই অসুরের টাক মাথা, গান্ধিজীর মতো চশমাধারী মুখটিকে বদলে ফেলে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement