অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ

Last Updated:

অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব ৷

কলকাতা: মোহনদাস করমচাঁদ গান্ধির ১৪৩ তম বছরের জন্মদিনেই শহরের একটি দুর্গা পুজোকে ঘিরে চরম বিতর্ক ৷ যা ঘটল খাস কলকাতাতেই ৷ কসবার রুবি পার্কের একটি পুজোতে দেখা গেল অসুরের মূর্তিতে মুখ হুবুহু যেন গান্ধিজীর ! আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি উত্তর ২৪ পরগনার টিটাগড় থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে দুর্গাপুজোর খোলা মণ্ডপে কী করে এই ধরণের কাজ সম্ভব হল তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এখন নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷
advertisement
advertisement
advertisement
অখিল ভারত হিন্দু মহাসভার  পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব । শুধু অবয়বই নয়, অসুরের চোখে রয়েছে ঠিক গান্ধিজীর চশমার মতো চশমাও । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের ।
advertisement
রবিবার রাতে কসবা থানাও পুজোটির কর্মকর্তাদের নামে উস্কানিমূলক আচরণ এবং বিভেদ সৃষ্টির জন্য অভিযোগ দায়ের করে। পুলিশ ও সাধারণ মানুষের চাপের মুখে পুজো কর্তারা রাতেই অসুরের টাক মাথা, গান্ধিজীর মতো চশমাধারী মুখটিকে বদলে ফেলে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement