পুজোর ক'দিন বাহারি স্বাদের খাবার পেয়ে যান বাড়ি বসেই

Last Updated:

জেনে নিন মেনু। দেখে নিন যোগাযোগের নম্বর। 

Representational Image
Representational Image
আবীর ঘোষাল, কলকাতা: ভক্তি ভরে সকাল বেলায় প্যান্ডেলে অঞ্জলি দিয়ে আসুন। হিমেল মনে সকালে অঞ্জলির পরে মহাষ্টমীর আনন্দ উপভোগ করুন। তবে মজা হবে আর পেট পুজো হবে না এটা কখনও হয়। তাই, অষ্টমীর মেনুতে রয়েছে, খিচুড়ি, লাবড়া,বেগুনি (১ পিস), বাসন্তী পোলাও, পটলের দোরমা ছানা দিয়ে (২ পিস), ছানার কোফতা (২পিস), চাটনি ও মিষ্টি (এক পিস)। এর জন্য খরচ করতে হবে মাত্র ৪৭৫ টাকা।
তবে যারা নিরামিষ খাবেন না অষ্টমীতে। তাদের জন্যেও ব্যবস্থা আছে। তারা মাছ ও মাংস দুটোই পাবেন। যারা মাংস খাবেন তাদের জন্য আছে, এক প্লেট পোলাও ও বনমুরগীর কষা (৪ পিস থাকবে) যার দাম পড়বে মাত্র ২৮০ টাকা। অন্যদিকে আছে পোলাও ও এক পিস ইলিশ পাতুরি। সেটাও অবশ্য দাম পড়বে মাত্র ২৮০ টাকা। তবে শুধু নয় অষ্টমী, মেনু থাকছে নবমীতেও। পুজো মানেই চারিদিকে ঢাক, শঙ্খের ধ্বনি, ধুনুচি আর নাচের তালে কাটুক ভাল নবমী। সেই নবমীতেই মিলবে বাসমতী চালের ভাত, গাওয়া ঘি, শুক্তো, এক পিস ভেটকি পাতুরি, চার পিস কচি পাঁঠার ঝোল, চাটনি ও এক পিস মিষ্টি ৷
advertisement
advertisement
মাত্র ৫৫০ টাকা খরচ করলেই এই মেনু মিলবে। একেবারে বাড়ি বসে।সিঁদুর খেলা, কোলাকুলি, কাটুক সবার সুখে, উৎসব শেষ হোক সবার মিষ্টি মুখে। বিজয়া দশমীতেও হাসি মুখে বাড়ি বসে নানা স্বাদের খাবার পাবেন ৷ মেনুতে থাকছে সাদা পোলাও, নবরত্ন কোরমা, ঝুরঝুরে আলু ভাজা ৷ সাথে অবশ্য বাহারি মিষ্টির মেলা রয়েছে। কী কী থাকছে মিষ্টির প্লেটে, এক পিস রানাঘাটের পান্তুয়া, এক পিস শক্তিগড়ের ল্যাংচা, এক পিস কালনার রসগোল্লা, নদিয়ার নিকুতি ৫০ গ্রাম, এক পিস পশ্চিম মেদিনীপুরের বালুশাহি, স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা পায়েস ৷
advertisement
মাত্র ৩৭৫ টাকা খরচ করলেই এই সব খাবার বাড়ি চলে আসবে। এ ছাড়াও ষষ্ঠী থেকে দশমী জুড়ে আছে চিকেন বিরিয়ানি (এক পিস চিকেন, আলু ও ডিম) ও এক পিস চিকেন চাপ। এর জন্য খরচ হবে মাত্র ২৫০ টাকা।পঞ্চায়েত দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তাদের মৃত্তিকা সংস্থার মাধ্যমে এই মেনুর আয়োজন করেছে ৷ 8240622346, 9432207131,9735929413,9734399915 এই নম্বরে ফোন করে খাবার অর্ডার দেওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর ক'দিন বাহারি স্বাদের খাবার পেয়ে যান বাড়ি বসেই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement