পুজোয় ‘মা এসেছে’ অ্যালবামে চমকে দিলেন মদন মিত্র !

Last Updated:

নাচে-গানে অন্য রুপে ‘কালারফুল বয়’। 

‘মা এসেছে’ অ্যালবামে চমকে দিলেন মদন মিত্র
‘মা এসেছে’ অ্যালবামে চমকে দিলেন মদন মিত্র
আবীর ঘোষাল, কলকাতা: ‘ওহ লাভলি’-র পরে, এবার পুজোয় চমক 'মা এসেছে' অ্যালবামে। সপ্তমীর সন্ধ্যায় যার ভিউজ চমকে দিতে পারে একাধিক টলি তারকাকেও। পুজোয় এই নতুন অ্যালবাম নিয়ে স্বমহিমায় হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক  মদন মিত্র ।
গানের অ্যালবামে বিভিন্ন মুডে দেখে গেল এমএম-কে।  নায়কোচিত এন্ট্রি থেকে ধুতি-পাঞ্জাবি-উত্তরীয় পরে ধনুচি নাচ, কিছুই বাদ যায়নি অ্যালবামে। এমএম সানগ্লাস পরেই মেতে উঠলেন দেবী বন্দনায় ৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুজোর গানের এই ভিডিওটি পোস্ট করেছেন মদন মিত্র। এবার গায়িকা চয়নিকার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। গানের কথায়, ‘‘সূর্য উঠেছে, বাংলা জেগেছে, আবারও মা এসেছে, তুমি যে করুণাময়ী, সকলের রক্ষাকালী, জগজ্জননী মা, দুর্গা মা, ধরণী আলো করে এলে তুমি মা..." তাতেই লিপ মিলিয়েছেন শাসক দলের বিধায়ক।
advertisement
advertisement
ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্তির কথাও রয়েছে গানে। আর গানের শেষে রয়েছে মদনের সেই বিখ্যাত উক্তি, 'ওহ লাভলি!' এই অ্যালবামে আগাগোড়া ঘিয়ে রংয়ের পাঞ্জাবি, ধুতি, এবং লাল উত্তরীয় গলায় দেখা গিয়েছে মদনকে। গলায় ছিল লাল উত্তরীয়। ধনুচি নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুজোর পরিবেশ।
advertisement
গানটি পোস্ট করে সংক্ষেপে শুধু 'মা এসেছে' লিখেছেন মদন মিত্র। তবে এমন রূপে মদনকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
advertisement
ফেসবুকে বহু মানুষ তাঁর গানের ওই ভিডিওটিতে ‘লাইক’ দিয়েছেন। অনেকে আবার নিজের অ্যাকাউন্ট থেকে গানের ভিডিওটি রিপোস্ট করেছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ ওই ভিডিওটি দেখেছেন। তবে নয়া রূপে মদনকে দেখে মোটেই অবাক নন তাঁর অনুরাগীরা। কারণ মদন চিরকালই 'রঙিন ছেলে' তাঁদের কাছে। মদনেরই ভাষায় 'ওহ্ লাভলি' লিখে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন অনেকে। এর আগেও মদন মিত্রের এই কালারফুল মুড নিয়ে চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। এবারও তার ব্যতিক্রম হল না। কালারফুল বয়ের, কালারফুল ভিডিও নজর কেড়েছে পুজোর আবহে। প্রসঙ্গত, নিজের বায়োপিক নিয়ে আগেই জানিয়েছেন মদন মিত্র ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় ‘মা এসেছে’ অ্যালবামে চমকে দিলেন মদন মিত্র !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement