Burdwan : চলন্ত গ্যাস ট্যাঙ্কার লিক মাঝরাস্তায়! ধোঁয়ায় ঢেকে গিয়ে তুমুল উত্তেজনা এলাকাজুড়ে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Burdwan : সিলিন্ডারের ভাল্ভ ফেটে যেতেই তীব্র আকারে শুরু হয় গ্যাস বেরোতে শুরু করে ট্যাঙ্কার থেকে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বর্ধমান শহরের তেলিপুকুরে দু-নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। চাদরের মতো সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। ভয়াবহ আকারে তীব্র গতিতে ট্যাঙ্কার থেকে গ্যাস বের হয় শুরু হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনেকের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। ভয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান অনেকেই। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। জাতীয় সড়কের দু দিক আটকে দেওয়া হয়। এরপরই ওই গ্যাস নিষ্ক্রিয় করে গাড়িটিকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
পুলিশসূত্রে জানা গেছে লক্ষ্ণৌ থেকে কলকাতা যাচ্ছিল কার্বন ডাই অক্সাইড বোঝাই গ্যাস ট্যাঙ্কারটি। ২ নম্বর জাতীয় সড়কের তেলিপুকুর মোড় এলাকায় হঠাৎই গ্যাস ট্যাঙ্কারটির ভালভ্ ফেটে যাওয়ায় ঘটে এই বিপত্তি। ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের দুটি লেনই। পরে পুলিশি তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2021 12:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan : চলন্ত গ্যাস ট্যাঙ্কার লিক মাঝরাস্তায়! ধোঁয়ায় ঢেকে গিয়ে তুমুল উত্তেজনা এলাকাজুড়ে...