Bardhaman News: বর্ধমানের দাপুটে নেতাকে বহিষ্কার করল রাজ্য বিজেপি ! সোশ্যাল মিডিয়া পোস্টে কী লিখলেন বহিষ্কৃত সেই নেতা?

Last Updated:

বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন তিনি। পদ ছাড়ার পাশাপাশি দল ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। লিখিতভাবে পদ ও দল ছাড়ার কথা দলীয় নেতৃত্বকে জানান শ্যামল রায় । 

শ্যামল রায়
শ্যামল রায়
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শৃঙ্খলাভঙ্গ ও দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হল বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়কে। ইতিমধ্যেই বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে লিখিতভাবে বহিষ্কারের দলীয় নির্দেশ পাঠানো হল শ্যামল রায়কে।
রাজ্য কার্যালয়ের সম্পাদক প্রণয় রায়ের স্বাক্ষর করা শ্যামল রায়কে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘‘পত্র দ্বারা আপনাকে অবগত করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুযায়ী আপনাকে দল থেকে বহিষ্কার করা হল।’’ বলা বাহুল্য, দলীয় নেতৃত্বকে দলীয় পদ ছাড়ার কথা জানান বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়।
advertisement
advertisement
বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন তিনি। পদ ছাড়ার পাশাপাশি দল ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। লিখিতভাবে পদ ও দল ছাড়ার কথা দলীয় নেতৃত্বকে জানান শ্যামল রায় । দলে সম্মান বা গুরুত্ব না পাওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে চিঠিতে উল্লেখ করেন শ্যামলবাবু।
advertisement
তাঁর বক্তব্য ছিল, ‘‘সিপিআইএমকে হঠাতে বিজেপি করতে এসেছিলাম। এখন সেই সিপিআইএম নেতারাই জার্সি পাল্টে বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসে আছে। এতে বিজেপির শ্রীবৃদ্ধি হতে পারে না। যখন চার শতাংশ ভোট ছিল তখন এই দল করতে এসেছিলাম। এখন যখন ৩৮ শতাংশ ভোট তখন দল মনে করছে আমরা ব্রাত্য। জেলা সভাপতি অযোগ্য। তিনি দল চালাতে পারছেন না। তাই এই টিমে থাকার প্রয়োজন বোধ করছি না।’’
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগেই এবার বিজেপির বর্ধমান জেলা কমিটির মধ্যেই শুরু হল মতবিরোধ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ও জল্পনা। বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায় দলীয় পদ ছাড়ার কারণ হিসেবে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা অযোগ্য ও সাংসদ এস এস আলুওয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করছেন বলে আগেই চিঠি দেন জেলা সভাপতিকে। আর এর পর পরই বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বঙ্গ পদ্ম শিবির। এদিকে রাজ্য বিজেপির তরফে বহিষ্কারের পরপরই বুধবার শ্যামল রায় ফেসবুক পোস্টে লেখেন, " TODAY STATE BJP DEFEATED। I will tell you the rest tomorrow."
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমানের দাপুটে নেতাকে বহিষ্কার করল রাজ্য বিজেপি ! সোশ্যাল মিডিয়া পোস্টে কী লিখলেন বহিষ্কৃত সেই নেতা?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement