Siddiqullah Chowdhury: 'সিপিএমের বদরক্ত' দলে চান না সিদ্দিকুল্লা, আইনুল হককে বিঁধে দলের অস্বস্তি বাড়ালেন মন্ত্রী

Last Updated:

Siddiqullah Chowdhury: আইনুল হককে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। হঠাৎই তিনি বলে বসলেন, 'সিপিএমের বদরক্ত ডানপন্থী দলের মাথায় চাপলে তা হজম করা মুশকিল।'

#বর্ধমান: ফের বর্ধমান পুরসভার অলিন্দে পা রেখেছেন প্রাক্তন পুরপতি আইনুল হক। বর্ধমান পুরসভার প্রশাসকমন্ডলীর উপ পুর প্রশাসক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এবার সেই আইনুল হককেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। হঠাৎই তিনি বলে বসলেন, 'সিপিএমের বদরক্ত ডানপন্থী দলের মাথায় চাপলে তা হজম করা মুশকিল।'
২০১১ সালের পর নানান রাজনৈতিক পালাবদলের মধ‍্যে দিয়ে এক সময়ের বাম শিবিরের অতি পরিচিত মুখ এখন তৃণমূল শিবিরে। মাঝে কিছুটা সময় বিজেপি শিবিরেও কাটিয়েছেন তিনি। যদিও সেসব রাজনৈতিক পরিবর্তনকে আপাতত সরিয়ে ফের বর্ধমান পুরসভার অলিন্দে আইনুল হক। বর্ধমান পুরসভার প্রশাসক হলেন প্রণব চট্টোপাধ্যায়।
এক সময়ের সিপিএম নেতা আইনুল হক বিধানসভা নির্বাচনের আগে তৃনমূলে যোগ দেন। তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃনমূলের পতাকা তুলে নেন তিনি। সেই আইনুল হককে বর্ধমান পুরসভার উপ পুর প্রশাসক করা হয়েছে। তারপর থেকেই বিক্ষোভে নেমেছেন বিধায়ক খোকন দাসের অনুগামীরা।
advertisement
advertisement
বিক্ষোভ থামিয়ে দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে দলের জেলা নেতৃত্ব। ঠিক সেই সময় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Siddiqullah Chowdhury: 'সিপিএমের বদরক্ত' দলে চান না সিদ্দিকুল্লা, আইনুল হককে বিঁধে দলের অস্বস্তি বাড়ালেন মন্ত্রী
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement