#বর্ধমান: ফের বর্ধমান পুরসভার অলিন্দে পা রেখেছেন প্রাক্তন পুরপতি আইনুল হক। বর্ধমান পুরসভার প্রশাসকমন্ডলীর উপ পুর প্রশাসক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এবার সেই আইনুল হককেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। হঠাৎই তিনি বলে বসলেন, 'সিপিএমের বদরক্ত ডানপন্থী দলের মাথায় চাপলে তা হজম করা মুশকিল।'
২০১১ সালের পর নানান রাজনৈতিক পালাবদলের মধ্যে দিয়ে এক সময়ের বাম শিবিরের অতি পরিচিত মুখ এখন তৃণমূল শিবিরে। মাঝে কিছুটা সময় বিজেপি শিবিরেও কাটিয়েছেন তিনি। যদিও সেসব রাজনৈতিক পরিবর্তনকে আপাতত সরিয়ে ফের বর্ধমান পুরসভার অলিন্দে আইনুল হক। বর্ধমান পুরসভার প্রশাসক হলেন প্রণব চট্টোপাধ্যায়।
এক সময়ের সিপিএম নেতা আইনুল হক বিধানসভা নির্বাচনের আগে তৃনমূলে যোগ দেন। তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃনমূলের পতাকা তুলে নেন তিনি। সেই আইনুল হককে বর্ধমান পুরসভার উপ পুর প্রশাসক করা হয়েছে। তারপর থেকেই বিক্ষোভে নেমেছেন বিধায়ক খোকন দাসের অনুগামীরা।
বিক্ষোভ থামিয়ে দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে দলের জেলা নেতৃত্ব। ঠিক সেই সময় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।