North 24 Parganas News: গ্রেফতার বাচ্চা চুরির গুজবের মাস্টারমাইন্ড, কেন করলেন এমন কাজ? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: অবশেষে পুলিশের জালে জেলা জুড়ে চলা বাচ্চা চুরির গুজবের মূল মাস্টারমাইন্ড। কীভাবে শুরু হয়েছিল এই বাচ্চা চুরির গুজব ছড়ানো! কি কারণে এই গুজব ছড়ালো তার পিছনে থাকা বড় কারণ উদঘাটন করল বারাসাত জেলা পুলিশ।
উত্তর ২৪ পরগনা: অবশেষে পুলিশের জালে জেলা জুড়ে চলা বাচ্চা চুরির গুজবের মূল মাস্টারমাইন্ড। কীভাবে শুরু হয়েছিল এই বাচ্চা চুরির গুজব ছড়ানো! কি কারণে এই গুজব ছড়ালো তার পিছনে থাকা বড় কারণ উদঘাটন করল বারাসাত জেলা পুলিশ। এদিন বারাসাত থানায় রীতিমত সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার রহস্য প্রকাশ্যে আনেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়ার।
জানা যায়, বারাসাত কাজীপাড়ায় নিখোঁজ থাকা শিশুর দেহ উদ্ধার হওয়ার ঘটনার তদন্তে নেমে, শিশুটির সম্পর্কে জ্যাঠা আঞ্জীব নবিকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। তাকে পুলিশি জিজ্ঞাসায় উঠে আসে এই বাচ্চা চুরির গুজবের একেবারে গোড়ার কথা। পুলিশের তরফ থেকে জানা যায়ব, কাজীপাড়ার ওই শিশুটিকে প্রতিহিংসার বশে খুন করেন এই অভিযুক্ত আঞ্জীব নবি। তবে পুলিশি তদন্তের মোড় ঘোরাতে গুজব ছড়ান বাচ্চা চুরি করে শরীর থেকে অঙ্গ বের করে নেওয়ার বীভৎস কাহিনী শুনিয়ে।
advertisement
কখনও ছেলেধরা, কখনও কিডনি পাচার এ ধরনের নানা রকম গুজব ছড়ান খুনের ঘটনা আড়াল করতে। যেহেতু তিনি স্থানীয় মসজিদে আজানের কাজ করতেন, তাই এলাকার মানুষজনও তার কথা সহজেই বিশ্বাস করে নেন। যা একান্তই আঞ্জীব নবির মস্তিষ্ক প্রসূত বলে দাবি বারাসাত পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়ার। সেই প্রত্যেককে জানিয়েছে বাইরের লোক দেখলেই মারধর করতে হবে। তাতেই মানুষজন বাইরের লোককে দেখলে আতঙ্কে উত্তপ্ত হয়ে মারধর করতে শুরু করেন।
advertisement
advertisement
এরপর থেকেই জেলার নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এই আতঙ্ক। মহিলা সহ বেশ কয়েকজন কে এই সন্দেহের বশে গণপিটুনির শিকার হতে হয়। পুলিশ প্রশাসনের তরফ থেকে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি গ্রেফতার করতে হয় প্রায় ৪৫ জনকে। তবে অবশেষে কাজীপাড়ায় শিশু খুনের কিনারার মধ্যে দিয়েই জেলা জুড়ে চলা এই গুজবের আসল মাস্টারমাইন্ডকে ধরে প্রশাসন।
advertisement
প্রসঙ্গত, এদিন দেগঙ্গা এলাকায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে গ্রামবাসীরা আটক করলেও কোনরকম আইন হাতে তুলে নেয়নি। অবশেষে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়টিকে পুলিশি সচেতনতার প্রভাব বলেই মনে করছে জেলা পুলিশের কর্তারা। তবে আরও বেশ কয়েকদিন জেলার বিভিন্ন স্কুল সহ অন্যান্য থানা গুলিতেও এই গুজব আটকাতে সচেতনতা প্রচার চালানো হবে বলেই জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 6:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গ্রেফতার বাচ্চা চুরির গুজবের মাস্টারমাইন্ড, কেন করলেন এমন কাজ? জানুন বিস্তারিত