barasat blast: এগরা বিস্ফোরণের পরে গ্রেফতার হয়েছিল বারাসতের এই বাজি কারখানার মালিকও! ঘটনাস্থলে দাঁড়িয়ে NIA চাইলেন নওশাদ সিদ্দিকি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
এদিনের বিস্ফোরণে মৃত্যু হয়েছে কেয়ামতের৷ অন্যদিকে, সামসুর আলির ছেলে রবিউলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে সামসুর৷
দক্ষিণবঙ্গ: বারাসত বিস্ফোরণের ঘটনায় সামনে আসছে বেশ কয়েকটি নাম৷ তার মধ্যে একটি নাম হচ্ছে কেয়ামত আলি৷ কে এই কেয়ামত? বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তাঁর কী যোগ? পুলিশ সূত্রের খবর, তিন মাস আগে এগরায় বিস্ফোরণের পরে রাজ্যজুড়ে যে ধরপাকড় শুরু হয়েছিল, সেই সময় গ্রেফতার হয়েছিল এই কেয়ামত৷ বেরুনানপুকুরিয়াতে এই কেয়ামতের কারখানা ছিল। ২০২১ সালের পর থেকে যে কারখানার লাইসেন্স রিনিউ করা হয়নি।
গত মে মাসে পূর্ব মেদিনীপুরের ওড়িশা সীমানা সংলগ্ন এলাকা এগরার খাদিখুলের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়৷ ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল৷ পঞ্চায়েত নির্বাচনের আগে যে বিস্ফোরণ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে৷ সেই ঘটনার পর পরই রাজ্যজুড়ে জেলায় জেলায় বেআইনি বাজি কারখানা নিয়ে অভিযান চালায় প্রশাসন৷ জানা গিয়েছে, সেই সময় গ্রেফতার হয়েছিল এই কেয়ামত৷ এরপরে ছাড়া পেয়ে সে বারাসতের নীলগঞ্জে কারখানা তৈরি করে৷
advertisement
আরও পড়ুন: ‘বাজি নয়, বোমা তৈরি হতো’, বারাসত বিস্ফোরণে জল্পনায় আইএসএফ ‘যোগ’
রবিবারের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে যতদূর জানা গিয়েছে, বারাসতের নীলগঞ্জে সামসুর আলি নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ বাজি কারখানা চালাত কেয়ামত৷ মুর্শিদাবাদের কর্মীদের নিয়ে চলত এই কাজ৷ নিকটবর্তী বাঁশবাগানে বা অন্যত্র বাজি তৈরি করে তা মজুত করা হত সামসুরের বাড়িতে৷ পুলিশের দাবি, মাস ছ’য়েক আগেও অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে ৩৫০টন বাজি বাজেয়াপ্ত হয়েছিল এই এলাকায়৷ অর্থাৎ, এই এলাকায় যে বাজি তৈরি হয়, তা জানা ছিল পুলিশের৷
advertisement
advertisement
আরও পড়ুন:কার জমি, কে চালাচ্ছিল কারখানা? কী হতো সেখানে? বারাসত বিস্ফোরণে সামনে একের পর এক বিস্ফোরক তথ্য
এদিনের বিস্ফোরণে মৃত্যু হয়েছে কেয়ামতের৷ অন্যদিকে, সামসুর আলির ছেলে রবিউলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছে সামসুর৷
advertisement
এদিন বিকেলে ঘটনাস্থলে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও৷ ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷ তাঁর উপস্থিতিতে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়৷ সব দেখেশুনে এদিন ঘটনায় এআইএ তদন্তের দাবি জানান নওশাদ৷ প্রসঙ্গত, এদিনের ঘটনাস্থলে মুর্শিদাবাদের আইএসএফ কর্মী ছিলেন বলে সূত্রের খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 27, 2023 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
barasat blast: এগরা বিস্ফোরণের পরে গ্রেফতার হয়েছিল বারাসতের এই বাজি কারখানার মালিকও! ঘটনাস্থলে দাঁড়িয়ে NIA চাইলেন নওশাদ সিদ্দিকি