East Burdwan News: আস্ত কুলো দিয়ে বানানো হয় প্রতিমার জিভ, উচ্চতা দেখলে ভিরমি খাবেন!
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
মায়ের ভোগে মাছ দেওয়া হয়। তান্ত্রিক মতে হয় মায়ের পুজো । পরিবারের বয়স্ক মানুষরা আগে পুজো করেন তারপর অন্যান্যরা করতে পারেন ।
পূর্ব বর্ধমান, বড়বেলুন: পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীণ কালী হল বড়বেলুনের মা বড়মা। প্রায় ৭০০ বছরের পুরানো এই পুজো। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে বড়বেলুন গ্রাম। যদিও আগে এই গ্রামের নাম ছিল বিল্বপত্তন। জানা যায় এই গ্রামে পুজোর সূচনা করেছিলেন সাধক ভৃগুরাম। এছাড়াও এখন যে জায়গায় দেবী রয়েছেন সেই জায়গা নাকি আগে শ্মশান ছিল ।
প্রায় ৭০০ বছর আগে কেতুগ্রামের বহুলা পীঠ থেকে ভৃগুরাম এসেছিলেন এই এলাকায়। গ্রামে সকলের কাছে এই ভৃগুরামের পরিচয় ছিল বুড়োগোঁসাই নামে। বর্তমানে ওই ভৃগুরামের বংশধররাই এই পুজো করে আসছেন । পুজোর বিশেষ কিছু নিয়ম রীতিও রয়েছে। এই প্রসঙ্গে ভট্টাচার্য্য পরিবারের তরফ থেকে শিবনারায়ণ ভট্টাচার্য্য জানিয়েছেন, আমাদের ঘট অন্য জায়গা থেকে আনা হয় না। ঘট এখানেই তৈরি করা হয়। সেই ঘট পুজোর পরে সারা বছর পুজো করা হয় । মায়ের ভোগে মাছ দেওয়া হয়। তান্ত্রিক মতে হয় মায়ের পুজো । পরিবারের বয়স্ক মানুষরা আগে পুজো করেন তারপর অন্যান্যরা করতে পারেন । এই রকম ছোট ছোট আরও বেশ কিছু নিয়ম রয়েছে।
advertisement
advertisement
বড়বেলুনের মা বড়মায়ের উচ্চতা করা হয়েছে ২১ ফুট । এমনকি মায়ের যে জিভ রয়েছে সেটা তৈরি হয়েছে আস্ত একটা কুলো দিয়ে । বাঁশের ভারা লাগিয়ে ঠাকুর তৈরি করা হয়। এছাড়াও চক্ষুদান, অলংকার পরানো সবই হয় বাঁশের ভারার উপর চেপেই। বড়বেলুনের মা বড়মায়ের এই পুজো দেখতে জেলা ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও অনেকে আসেন । পুজোর দিন রাতে মন্দিরের সামনে পা ফেলার জায়গা থাকেনা ।
advertisement
যত রাত গভীর হয় ততই ভিড় বাড়তে থাকে মন্দির প্রাঙ্গণে। একদম রাত থেকে শুরু হয়ে সূর্যোদয়ের আগে অবধি চলে পুজো। আর এই পুজোকে কেন্দ্র করেই আনন্দে মেতে ওঠেন পুরো বড়বেলুন গ্রাম । প্রতিবছরের মত এবারও ধূমধামের সঙ্গে সম্পন্ন হল বড়বেলুনের মা বড়মায়ের পুজো, তবে প্রতিমা দর্শন চলবে এখনও।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 12:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Burdwan News: আস্ত কুলো দিয়ে বানানো হয় প্রতিমার জিভ, উচ্চতা দেখলে ভিরমি খাবেন!