Marriage: এ এক আজব গ্রাম! বিয়ে হচ্ছে না কারও! কারণ জানলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

Marriage: বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে যাচ্ছে। রাস্তা দেখার পরেই ওনারা আরও সম্বন্ধ ভেঙে দিচ্ছেন। রাস্তার চরম খারাপ অবস্থা।

+
বিয়ের

বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে

বর্ধমান: এবার রাস্তা খারাপের জন্য এক অন্য রকম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। রাস্তা খারাপ হওয়ার কারণে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ! হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এটা রাস্তা? নাকি অন্য কিছু? দেখলে আপনারও সন্দেহ হবে। এই রাস্তাটি দেখে এটাকে রাস্তা বললে ভুল হবে। বৃষ্টি হলে তো রাস্তা বলে মনেই হবে না। কাদা জমে রয়েছে জল, রাস্তার এ কী হাল! রীতিমতো এই রাস্তা দেখলে অবাক হবেন আপনিও!
রাস্তাটি মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পুণ্যগ্রাম সাঁতরা পাড়ার রাস্তা। কম-বেশি প্রায় দেড় কিলোমিটার রাস্তার এমনই হাল। এই রাস্তা খারাপ হওয়ার কারণে বেজায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও। এ প্রসঙ্গে সাধন সাঁতরা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, বিয়ের সম্বন্ধ এলে বিয়ে ভেঙে যাচ্ছে। রাস্তা দেখার পরেই ওনারা আরও সম্বন্ধ ভেঙে দিচ্ছেন। রাস্তার চরম খারাপ অবস্থা। আমাদের এখানে একটা শিশুশিক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে যেতেও খুব অসুবিধা হয় বাচ্চাদের।
advertisement
আরও পড়ুনঃ সময় মাত্র ৩ ঘণ্টা! ৫০০ বছর পর দীপাবলিতে বিরল বিস্ময়কর ৮ মহাযোগ! ধন-সমৃদ্ধি-সাফল্য লুটিয়ে পড়বে পায়ে
একবার ভেবে দেখুন যে কী পরিস্থিতি এই জায়গার। শুধুমাত্র রাস্তা খারাপ হওয়ার কারণে ভেঙে যাচ্ছে বিয়ে। স্থানীয়দের কথায়, “দীর্ঘ ২০-২৩ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। এ ছাড়াও এই পাড়াতেই রয়েছে একটি শিশুশিক্ষা কেন্দ্র। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা বৃষ্টির সময় রাস্তায় বিপদকে সঙ্গী করেই বিদ্যালয়ে পৌঁছয় এবং কাদা মেখে বাড়ি ফেরে। বাদ পড়েন না শিক্ষিকারাও। রাস্তার বেহাল অবস্থার কারণে, জরুরি অবস্থায়, পাড়ার কোনও ব্যক্তি অসুস্থ হলে স্থানীয়দের সমস্যায় পড়তে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রেক কষলে শব্দ হয়? শখের বাইক ঠিক রাখতে মানুন এই টিপস, আজীবন নতুন থাকবে
গর্ভবতী মহিলাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অথবা নিয়ে আসতে চায় না কোনও যানবাহন। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় পাড়ার বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, এ বিষয়ে একাধিক বার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি। তবে এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বিয়ে হচ্ছে না বলছে, সেটাও একটা ঘটনা। যদি রাস্তা খারাপের জন্য এ রকম ঘটে থাকে বা রাস্তা খারাপ থাকে তাহলে তারা দাবী করতেই পারেন। ওনারা আমার কাছেও এসেছিলেন আমি বলেছি, আমার তরফ থেকে আমার যতটা হেল্প করার আমি করব।
advertisement
তবে স্থানীয়দের কথায় এরকম প্রতিশ্রুতি তাঁরা আগেও পেয়েছেন। কিন্তু কোনও কাজের কাজ কিছুই হয়নি। তাই দীর্ঘদিন ধরে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন স্থানীয়রা। এখন দেখার বিষয় কতদিনে এই রাস্তা তৈরি হয় এবং স্থানীয়রা কতদিনে তাদের এই গভীর সঙ্কট থেকে মুক্তি পান।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Marriage: এ এক আজব গ্রাম! বিয়ে হচ্ছে না কারও! কারণ জানলে আকাশ থেকে পড়বেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement