Weather: ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্য! জারি কমলা সতর্কতা! তীব্র দাবদাহে অস্থির বাঁকুড়া
- Published by:Anulekha Kar
- local18
Last Updated:
তীব্র দাবদাহে অস্থির বাঁকুড়া!
বাঁকুড়া: ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্য। বৃষ্টির দেখা নেই, অস্বস্থিকর গরমে ছটফট করছে মানুষ। গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ রাজ্য জুড়ে। পয়লা বৈশাখের দিন তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়েছিল। গত ২৪ ঘন্টা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহে অস্থির বাঁকুড়ার মানুষ। সকাল থেকে ভ্যাপসা গরম শহর জুড়ে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘন্টায় বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
advertisement
advertisement
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিমাণ আরও বাড়বে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। তীব্র গরমে নাজেহাল শহরবাসী, বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এলাকার মানুষ। গরমের দাপটে শুকিয়ে গিয়েছে একাধিক পুকুর। গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য পুকুরে ঝাঁপ কচিকাঁচাদের ।
এর মধ্যেই ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 11:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather: ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্য! জারি কমলা সতর্কতা! তীব্র দাবদাহে অস্থির বাঁকুড়া