Bankura News: হাতিকে ঘুম পাড়াতে বাঁকুড়ায় এবার বিদেশি বন্দুকের ব্যবহার! ডেনমার্ক থেকে এল ট্রাঙ্কুলাইজার, চালালেন আধিকারিকেরা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Bankura News: হাতিকে ঘুম পাড়াতে বাঁকুড়ায় বিদেশি বিন্দুকের ব্যবহার। ডেনমার্ক থেকে এল ট্রাঙ্কুলাইজার। ডেনমার্কে নির্মিত এই বন্দুক জে.এম.এসপি ২৫ হালকা। ব্যবহার সহজ। রেঞ্জও বেশি।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ডেনমার্ক থেকে পাঁচ’টা বন্দুক ঢুকেছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটি বন্দুক বাঁকুড়ার বেলিয়াতোড়ে। হাতিকে ঘুম পাড়াতে এবার অত্যাধুনিক ট্রাঙ্কুলাইজার নিয়ে সার্বিক একটি ট্রেনিং হল বাঁকুড়ার সবচেয়ে হাতিপ্রবণ এলাকায়। ঘুম পাড়ানি গুলিকে বলে ‘ডার্ট’, আর যে ‘নন লিথাল’ বন্দুক দিয়ে এই গুলি ছোঁড়া যায় তাকে বলে ‘ট্রাঙ্কুলাইজার’।
এত দিন ডার্ট চেম্বারে ভরে তাক করে মারতে হত, নিশানা লাগাতে পেতে হত বেগ। হাত কাঁপলে নিশানা লাগাতে খুব সমস্যা হয়। তবে ডেনমার্কে নির্মিত এই বন্দুক জে.এম.এসপি ২৫ হালকা। ব্যবহার সহজ। রেঞ্জও বেশি।
আরও পড়ুনঃ পরিত্যক্ত ঘরে রেশনের চালের বস্তা বোঝাই! সরকারি পণ্য পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, কল্যাণীতে হুলুস্থুল
গ্যাস দ্বারা পরিচালিত এই বন্দুক দিয়ে একদম বুলস্ আই বানিয়ে জঙ্গলের মধ্যে করা হল কর্মশালা। তাক করলেন কেন্দ্রীয় চক্র, মুখ্য বনপাল পাসক রাজ, বাঁকুড়া উত্তর জেলা বন আধিকারিক শেখ ফরিদ। তিনি জানান, “ইতিমধ্যেই এসেছে পাঁচটি বন্দুক, আরও দশটি আসার পরবর্তীকালে সম্ভাবনা আছে। এটি গ্যাস পরিচালিত অত্যাধুনিক একটি বন্দুক।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ সচেতনতার অভাব! জলাতঙ্কে ছটফট করে মারা গেলেন পুরুলিয়ার বাসিন্দা, সঠিক সময়ে চিকিৎসা করলে এমন দিন দেখতে হত না
সাউথ ওয়েস্টার্ন সার্কেল পুরুলিয়া জেলা, সাউথ ইস্টার সার্কেল বীরভূম এবং বর্ধমান জেলা এবং কেন্দ্রীয় চক্র বাঁকুড়া জেলা মিলিত হয়ে এই ওয়ার্কশপ আয়োজন করা হয় বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে। উপস্থিত ছিলেন বন দফতরের আধিকারিকেরা। কী ওষুধ, কতটা লাগবে, কোন প্রাণীর জন্য কতটা, সঙ্গে ট্রাঙ্কুলাইজার করলে কী কী সমস্যা হতে পারে, সেসব বিষয়ে আলোকপাত করা হয় বেলিয়াতোড় রেঞ্জে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর জঙ্গলে করা হয় টার্গেট প্র্যাকটিস। ডেনমার্কের বন্দুক, বাঁকুড়ার হাতি, আর বন দফতরের আধিকারিকেরা মিলে যেন দেখলেন আশার আলো। প্রযুক্তি এবং জঙ্গলের বন্যতা যেন মিশে একাকার বাঁকুড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Nov 27, 2025 10:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: হাতিকে ঘুম পাড়াতে বাঁকুড়ায় এবার বিদেশি বন্দুকের ব্যবহার! ডেনমার্ক থেকে এল ট্রাঙ্কুলাইজার, চালালেন আধিকারিকেরা







