বাঁকুড়া ভ্রমণের অন্যতম আকর্ষণ এই জঙ্গল! শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে 'সোনাঝুরি', নিভৃতে সময় কাটিয়ে আসুন

Last Updated:

বাঁকুড়া শহরের অদূরেই রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে মন ভাল হয়ে যাবে।

+
বাঁকুড়ার

বাঁকুড়ার তাঁতকানালি জঙ্গল

তাঁতকানালী, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়া শহরে বসে এক ঘন্টা গল্প করার জায়গা খুব কম রয়েছে। পার্কের সংখ্যা হাতে গোনা। তার মধ্যে বেশিরভাগ পার্ক বন্ধ। এদিকে যুব সমাজের প্রয়োজন বসে আড্ডা দেওয়ার জায়গা। যুগলদের প্রয়োজন একটু একান্ত সময়। এছাড়াও পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জায়গাও প্রয়োজন। বাঁকুড়া শহরে সময় কাটাতে গেলে পকেটের পয়সা খরচা করতে হবে। বাধ্য হয়ে যেতে হয় ক্যাফেগুলোতে, যেখানে পয়সা খরচ করে খাবার অর্ডার না করলে বসতে পারে না কেউই।
আরও পড়ুনঃ পেটের জ্বালা যে বড় জ্বালা! হাঁটতে, চলতে পারেন না, সংসার চালাতে যা করছেন এই ব্যক্তি দেখলে চোখে জল আসবে
কিন্তু বাঁকুড়া শহরের অদূরেই রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে মন ভাল হয়ে যাবে। বিকেলটা কেটে যাবে এক নিমেষে। এদিকে আপনার পকেটেও টান পড়বে না। এই জায়গায় রয়েছে সবুজ গাছগাছালি। দেখে মনে হবে যেন সোনাঝুরি। বোলপুরের একটা ছোঁয়া রয়েছে এখানে। বন্ধুদের নিয়ে অনায়াসেই গাছের ছায়ায় কাটানো যায় ঘণ্টার পর ঘণ্টা। এই জায়গায় রয়েছে, সবুজের সমারোহ। বাঁকুড়া শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে জঙ্গল, জলাশয়ের এক অপরূপ সৌন্দর্য। এছাড়াও দেখা পেতে পারেন খরগোশ এবং শেয়ালের। যদি ভাগ্য সুপ্রসন্ন হয়।
advertisement
আরও পড়ুনঃ ফাঁকা বাড়ির সুযোগে দেদার লুঠ! হাওয়া ভরি ভরি সোনার গয়না, তাও শেষরক্ষা হল না, কীভাবে ধরা পড়ল ‘দুঁদে’ দুষ্কৃতীরা?
ভাবছেন এই জায়গায় আসবেন কীভাবে? সোজা চলে আসুন বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়। জুনবেদিয়া মোড় থেকে ঢুকে পড়ুন জুনবেদিয়া গ্রামের রাস্তায়। সোজা মেইন রাস্তা ধরে এগিয়ে যেতে হবে তিন কিলোমিটার। বদরা, হরিয়ালগাড়া পার করে তাঁতকানালী ব্রিজ পেরিয়ে কিছুটা গেলেই দেখতে পাবেন একটি জঙ্গল এবং বন দফতরের একটি বোর্ড।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলটা সামান্য পার করে বাঁ দিকে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। সোজা গেলেই দেখতে পাবেন সুন্দর একটি জলাশয়। এভাবেই পৌঁছে যাবেন বাঁকুড়া শহরের খুব কাছে আপনার বিকেলের ডেস্টিনেশনে।বিকেলটা একটু ঘুরতে চান বন্ধুদের সঙ্গে! নাকি মিষ্টি হাওয়া খেয়ে স্ট্রেস ভুলে যেতে চান? যদি একান্তে একটু সময় কাটাতে চান বা বিকেলের আলোতে বই পড়তে চান তাহলে চলে আসুন বাঁকুড়ার এই জায়গায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়া ভ্রমণের অন্যতম আকর্ষণ এই জঙ্গল! শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে 'সোনাঝুরি', নিভৃতে সময় কাটিয়ে আসুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement