Bankura News: রেলপথে বাঁকুড়া থেকে দুর্গাপুর? লক্ষ লক্ষ টাকা বরাদ্দ, জানালেন সাংসদ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়া থেকে দুর্গাপুর সংযোগস্থলের জন্য মন্ত্রীর কাছে বসে ৭০ লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন সৌমিত্র খাঁ।
বাঁকুড়া: ১৮ জুলাই জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে, এমনটাই বলছেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ। খুশির খবরটি জানিয়েছেন সাংসদ নিজেই। এছাড়াও জানিয়েছেন আরও একটি দুর্দান্ত খবর জেলা বাঁকুড়ার জন্য।
এর আগে সৌমিত্র খাঁ বলেছিলেন “বাঁকুড়ার বিষ্ণুপুর-জয়রামবাটি এক সূত্রে গাঁথা হবে”। গোপীনাথপুর জয়রামবাটি শাখায় পরীক্ষা মূলক ভাবে ট্রেন চলার বিষয়ে সংসদে বক্তব্য রাখেন সাসংদ সৌমিত্র খাঁ! তিনি বলেন, ” গর্বের দিন। মা সারদার জন্মভূমিতে চলবে ট্রেন। আমরা আপ্লুত।”
advertisement
advertisement
তিনি বলেন জয়রামবাটি পর্যন্ত ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই আগামী ১৮ জুলাই সুচনা হবে। তিনি বলেন, সবচেয়ে আনন্দের বিষয় হল যেভাবে বাঁকুড়া, পুরুলিয়ার মানুষ হাওড়া পর্যন্ত ট্রেন পেয়েছেন ভায়া মসাগ্রাম ও সোনামুখী , ঠিক সেই ভাবেই বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রে্লপথ তৈরি হবে বলেও জানান। এই কাজে প্রাথমিকভাবে ৭০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছ বলেও সৌমিত্র খাঁ জানান।
advertisement
বিষ্ণুপুরের সাংসদ বলেন, “আজ খুব আনন্দের বিষয় যে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর রেলপথের জন্য DPR তৈরি হচ্ছে।” তিনি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “আমার গ্রাম দুর্লভপুর পর্যন্ত যাতে ভবিষ্যতে ট্রেন যায় সেই বিষয়ে রেলমন্ত্রীকে আমি অবেদনও করেছি।”
advertisement
খুশির এক আবহাওয়া তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়। বহু প্রতীক্ষিত রেললাইনগুলি ধীরে ধীরে বাস্তবতায় পরিণত হচ্ছে। জয়রামবাটি এবং বিষ্ণুপুর একসূত্রে গাঁথা হয়ে গেলে, বেলিয়াতোড় থেকে দুর্গাপুর হতে কত সময় লাগে তার দিকে চোখ থাকবে সাধারণ মানুষের।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 12:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: রেলপথে বাঁকুড়া থেকে দুর্গাপুর? লক্ষ লক্ষ টাকা বরাদ্দ, জানালেন সাংসদ

