Nalen Gur: বাঁকুড়ায় শুরু নলেন গুড় বিক্রি! রমরমিয়ে চলেছে ব্যবসা, ভাল লাভের আশায় দিনরাত করে দিচ্ছেন শিউলিরা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
বাঁকুড়ার স্পেশ্যাল নলেন গুড় সকলের প্রিয়। শীতের সকালে খেজুর গাছের জিরান কাঠ কেটে রস বের করা, থেকে শুরু করে খড় মাটি দিয়ে একটি মহল তৈরি করা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার স্পেশ্যাল নলেন গুড় সকলের প্রিয়। শীতের সকালে খেজুর গাছের জিরান কাঠ কেটে রস বের করা, থেকে শুরু করে খড় মাটি দিয়ে একটি মহল তৈরি করা। এই মহলেই হয়ে থাকে নলেন গুড় তৈরি। আর এই নলেন গুড় গোটা পশ্চিমবঙ্গ তথা বিশ্বে একটি বিশেষ খাবার। বিশেষ করে পশ্চিমবঙ্গের বড় শহরগুলিতে বাঁকুড়ার নলেন গুড়ের চাহিদা তুঙ্গে থাকে।
ভোরবেলা গাছে উঠে পেড়ে নিয়ে আসা হয় খেজুর রস ভর্তি হাঁড়ি। সেই খেজুর রস একটি ছাঁকনির মাধ্যমে প্রাথমিকভাবে ছেঁকে ঢালা হয় একটি বিরাট বড় পাত্রে। সেই পাত্রকে গরম আগুনে, ফুটিয়ে ফুটিয়ে তৈরি করা হয় খেজুর গুড়। দুই ধরনের গুড় হয়, একটি বেলজিয়াম কাঁচের মতো স্বচ্ছ নলেন গুড়, অপরটি চিটচিটে গুড়। মূলত শীতকালে তৈরি হয় এই খেজুর গুড়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাঁকুড়া জেলায়। এই মহলটি অবস্থিত বাঁকুড়া শহর সংলগ্ন নতুনগ্রাম এবং বদড়া গ্রামে।
advertisement
advertisement
খেজুর গুড় তৈরির যখন ঋতু আসে তখন মহল প্রস্তুতকারকরা মহলের মধ্যেই বসবাস করেন প্রায় ২৪ ঘন্টা। গাছের দেখভাল করা, রাত্রে গাছে উঠে হাঁড়ি বেঁধে আসা, হাঁড়ির ভিতরে বাদুড় কিংবা অন্যান্য প্রাণী ঢুকে পড়ছে কিনা সেটা নজর রাখা। এভাবেই প্রায় দুই থেকে চার মাস ধরে চলে গুড় তৈরি। ভোর চারটা থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খেজুর গুড়ের গন্ধ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন বড় বড় শহর থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছে বড় বড় অর্ডার, সেটাই রেডি করতে ব্যস্ত গুড়ের মহলটি। প্রান্তরের পর প্রান্তর ধু ধু করছে ফাঁকা জমি। রয়েছে একটি বড় পুকুর, সেই পুকুরের পাড় ঘিরে বেশ কিছু তালগাছ এবং মাঝেমধ্যে দু একটি খেজুর গাছ। খেজুর গাছ এক প্রকার ধন্বন্তরি একটি গাছ। এই গাছের প্রতিটি অংশ ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, তালগাছও। তবে বাঁকুড়া এই খেজুরের বিশেষ ব্যবহার রয়েছে, এবং সেটি হল নলেন গুড় তৈরি। এই নলেন গুড় দিয়ে তৈরি করা হয় রকমারি মিষ্টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Nov 11, 2025 4:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nalen Gur: বাঁকুড়ায় শুরু নলেন গুড় বিক্রি! রমরমিয়ে চলেছে ব্যবসা, ভাল লাভের আশায় দিনরাত করে দিচ্ছেন শিউলিরা









