Bankura News: ভেঙে পড়ছে চাঙর, চারিদিক জল! বেহাল স্কুলে ক্লাস করতে চাপে ছাত্রছাত্রীরা

Last Updated:

Bankura News: নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুঁইয়ে জল পড়ছে।

+
বেহাল

বেহাল স্কুল

বাঁকুড়া: নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুঁইয়ে জল পড়ছে। দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল। বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও। অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন রান্নার কাজে দায়িত্বে থাকা কর্মী। অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেক্ট্রিকের শক খাচ্ছে পড়ুয়ারা। বিদ্যালয়ের এই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবক সকলেই আতঙ্কিত।
এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১০১ জন। বিদ্যালয়ে ১ জন শিক্ষক ও ৩ জন শিক্ষিকা। কিন্তু বিদ্যালয়ের এহেন অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছেনা পড়ুয়ারা। বিদ্যালয়ের চার’টি শ্রেণিকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য দু’টি শ্রেণীকক্ষ। একটি শ্রেণিকক্ষেই ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটিকয়েক বাচ্চা নিয়েই চলছে নিয়মিত পাঠদান। অন্য আরেকটি রুম প্রধান শিক্ষকের কক্ষ।
advertisement
advertisement
সেখানেও দেওয়ালে চু্ঁইয়ে পড়ছে জল। ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন, ‘খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে।’ স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ার অভিভাবক সুচেতনা কালিন্দী বলেন, ‘বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ, বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না, স্কুলে মিড ডে মিলের খাবার খেতে আসতে চায় না।’
advertisement
এ প্রসঙ্গে ছাতনা অবর বিদ্যালয় পরিদর্শক তপতী মৈত্র এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি, বিষয়টি তিনি এড়িয়ে যান। অন্যদিকে এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানিয়েছেন, ‘আমাদের কাছে এই বিষয়ে খবর এসেছে, স্কুলে জল পড়ছে আমরা প্রাথমিকভাবে ত্রিপল এর ব্যবস্থা করেছি। সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি’।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ভেঙে পড়ছে চাঙর, চারিদিক জল! বেহাল স্কুলে ক্লাস করতে চাপে ছাত্রছাত্রীরা
Next Article
advertisement
Narendra Modi: কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি মোদির
কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি ম
  • আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের৷

  • দিল্লির উদাহরণ দিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement