Bankura News: পলাশের নেকলেস পরেছে বাঁকুড়ার রাণী, মুকুটমণিপুর হাতছানি দিয়ে ডাকছে পর্যটক

Last Updated:

Bankura News: শীত কমছে, বাড়ছে গরম! সেই দিক লক্ষ্য রেখেই কমছে পর্যটকের আনাগোনা। এখানে নদী, জল, টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন। আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই।

+
পলাশ

পলাশ

বাঁকুড়া: লাল পলাশের সমারহ, এবং বাঁকুড়ার প্রকৃতি! এক অনন্য মেল বন্ধন। পলাশের পাশাপাশি সুন্দর মুকুটমনিপুর যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটক। তবে পর্যটক কমছে মুকুটমণিপুরে ধীরে ধীরে। শীত কমছে, বাড়ছে গরম! সেই দিক লক্ষ্য রেখেই কমছে পর্যটকের আনাগোনা। এখানে নদী, জল, টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন। আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই।
এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন- এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তবে পর্যটকের সংখ্যা এখন হাতে গোনা হলেও, ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমনিপুরে এসে বেজায় খুশী পর্যটকেরা পলাশ ফুল দেখতে পেয়ে। মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকে।
advertisement
সকাল থেকে এক অনন্য ক্যানভাস মুকুটমনিপুরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা বলতে জলাধারের পাশে বসা এক মেলা, যেখানে ব্যবসায়ীরা হরেক রকম রঙিন জিনিসের সম্ভার নিয়ে বসে রয়েছেন। এছাড়া বাড়তি পাওনা পলাশ ফুল।
advertisement
“লাল পলাশের দেশে যা, রাঙা মাটির দেশে যা” জনপ্রিয় সেই গানই যেন সত্যি হয় বসন্তে। লাল পলাশে ঢেকে যায় বাঁকুড়া জেলা। দুর্দান্ত লাগে দেখতে। আগুনে পলাশের ছোঁয়ায় সেজে ওঠে বাঁকুড়া। সেই সাজের শুরু হল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুর দিয়ে।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পলাশের নেকলেস পরেছে বাঁকুড়ার রাণী, মুকুটমণিপুর হাতছানি দিয়ে ডাকছে পর্যটক
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement