Bankura News: পলাশের নেকলেস পরেছে বাঁকুড়ার রাণী, মুকুটমণিপুর হাতছানি দিয়ে ডাকছে পর্যটক
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: শীত কমছে, বাড়ছে গরম! সেই দিক লক্ষ্য রেখেই কমছে পর্যটকের আনাগোনা। এখানে নদী, জল, টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন। আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই।
বাঁকুড়া: লাল পলাশের সমারহ, এবং বাঁকুড়ার প্রকৃতি! এক অনন্য মেল বন্ধন। পলাশের পাশাপাশি সুন্দর মুকুটমনিপুর যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটক। তবে পর্যটক কমছে মুকুটমণিপুরে ধীরে ধীরে। শীত কমছে, বাড়ছে গরম! সেই দিক লক্ষ্য রেখেই কমছে পর্যটকের আনাগোনা। এখানে নদী, জল, টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন। আর বছরের বিশেষ দিনগুলিতে তো কথাই নেই।
এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন- এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তবে পর্যটকের সংখ্যা এখন হাতে গোনা হলেও, ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমনিপুরে এসে বেজায় খুশী পর্যটকেরা পলাশ ফুল দেখতে পেয়ে। মুশাফিরানা, ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকে।
advertisement
সকাল থেকে এক অনন্য ক্যানভাস মুকুটমনিপুরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের বাড়তি পাওনা বলতে জলাধারের পাশে বসা এক মেলা, যেখানে ব্যবসায়ীরা হরেক রকম রঙিন জিনিসের সম্ভার নিয়ে বসে রয়েছেন। এছাড়া বাড়তি পাওনা পলাশ ফুল।
advertisement
“লাল পলাশের দেশে যা, রাঙা মাটির দেশে যা” জনপ্রিয় সেই গানই যেন সত্যি হয় বসন্তে। লাল পলাশে ঢেকে যায় বাঁকুড়া জেলা। দুর্দান্ত লাগে দেখতে। আগুনে পলাশের ছোঁয়ায় সেজে ওঠে বাঁকুড়া। সেই সাজের শুরু হল বাঁকুড়ার রাণী মুকুটমনিপুর দিয়ে।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 10:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পলাশের নেকলেস পরেছে বাঁকুড়ার রাণী, মুকুটমণিপুর হাতছানি দিয়ে ডাকছে পর্যটক
