গুয়াহাটিতে মারকাটারি সেঞ্চুরি! ভারতের বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের লড়াই, কে এই মুত্থুস্বামী?

Last Updated:
ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনবদ্য শতরান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার সেণুরন মুথুস্বামী। কিন্তু, কে এই মুথুস্বামী?
1/4
 ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনবদ্য শতরান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার সেণুরন মুথুস্বামী।<br />কিন্তু, কে এই মুথুস্বামী?
ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনবদ্য শতরান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার সেণুরন মুথুস্বামী।কিন্তু, কে এই মুথুস্বামী?
advertisement
2/4
 সেনুরণ মুথুস্বামীর বাবা মা আদতে ভারতীয় বংশোদ্ভুত। তাঁদের পরিবারের অনেকেই এখনও তামিলনাড়ুর নাগাপাট্টিনমে থাকেন। তাই দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও ভারতের সঙ্গে এক অন্য সম্পর্ক রয়েছে মুথুস্বামীর। ক্লিফটন কলেজ থেকে মিডিয়া এবং মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপরেই ক্রিকেটের যাত্রা শুরু হয় তাঁর।
সেনুরণ মুথুস্বামীর বাবা মা আদতে ভারতীয় বংশোদ্ভুত। তাঁদের পরিবারের অনেকেই এখনও তামিলনাড়ুর নাগাপাট্টিনমে থাকেন। তাই দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও ভারতের সঙ্গে এক অন্য সম্পর্ক রয়েছে মুথুস্বামীর। ক্লিফটন কলেজ থেকে মিডিয়া এবং মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপরেই ক্রিকেটের যাত্রা শুরু হয় তাঁর।
advertisement
3/4
 দক্ষিণ আফ্রিকার হয়ে এশিয়ার পিচে বরাবরই তুরুপে তাস তিনি। ভারত সফরের আগে পাকিস্তানের ব্যাটে বলে ম্যান অফ দ্য সিরিজ হয়ে ছিলেন তিনি। গোটা টেস্ট সিরিজে মোট ১১ উইকেট এবং ৮৯ রান করে রাওয়ালপিণ্ডি টেস্টে সফল ক্রিকেটার হিসাবে নাম উঠে আসে তাঁর।
দক্ষিণ আফ্রিকার হয়ে এশিয়ার পিচে বরাবরই তুরুপে তাস তিনি। ভারত সফরের আগে পাকিস্তানের ব্যাটে বলে ম্যান অফ দ্য সিরিজ হয়ে ছিলেন তিনি। গোটা টেস্ট সিরিজে মোট ১১ উইকেট এবং ৮৯ রান করে রাওয়ালপিণ্ডি টেস্টে সফল ক্রিকেটার হিসাবে নাম উঠে আসে তাঁর।
advertisement
4/4
 এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে গত বছর চট্টগ্রাম টেস্টে ৭৫ বলে ৬৮ রান করেন তিনি। ২০১৯ সালেও ভারতের বিরুদ্ধে শেষে নেমে ১০৮ বল খেলে ৪৮ রান এবং ৩৩ গুরুত্বপূর্ণ রান করেন তিনি।
এর আগেও বাংলাদেশের বিরুদ্ধে গত বছর চট্টগ্রাম টেস্টে ৭৫ বলে ৬৮ রান করেন তিনি। ২০১৯ সালেও ভারতের বিরুদ্ধে শেষে নেমে ১০৮ বল খেলে ৪৮ রান এবং ৩৩ গুরুত্বপূর্ণ রান করেন তিনি।
advertisement
advertisement
advertisement