Bankura News: রাস্তাতেই লুকিয়ে 'মরণফাঁদ'! না দেখলেই পা ফেললেই চরম বিপদ, বাড়ছে জীবনের ঝুঁকি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Aniket Bauri
Last Updated:
Bankura News: পেয়ারবেড়া থেকে হামিরহাটি অঞ্চলের রামপুর হয়ে আসা এই রাস্তাটি দুর্গাপুর, বড়জোড়া হয়ে সোনামুখী আসার একটি শর্ট রাস্তা। তবে সেই রাস্তা এখন ভগ্ন অবস্থায় রয়েছে তাই নিত্যদিনের যাতায়াতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার মানুষ।
বাঁকুড়া: জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করছেন গ্রামের মানুষ, বিকল্প রাস্তা থাকা সত্বেও জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষদের। বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে যেখানে আস্ত একটি ব্রিজ ভগ্ন অবস্থায় রয়েছে এবং সেই ব্রিজ দিয়েই যাতায়াত করছেন গ্রামের আট থেকে ৮০ সকলেই। এই ঘটনা আজকের নয়, এক বছর ধরে ব্রিজটি এইভাবেই পড়ে আছে এবং গ্রামের মানুষও এইভাবেই যাতায়াত করছে। যে কোনও সময় ঘটে যেতে পারে প্রাণহানির মত ঘটনা। তাতেও মানছেন না সাধারণ মানুষ। সকাল হলেই স্কুল পড়ুয়া, সাইকেল, মোটরবাইক, টোটো, ইঞ্জিন ভ্যান, টাটা এসি, পিকআপ ভ্যান-সহ ট্রাক্টরও যাতায়াত করছে এই ভগ্ন ব্রিজটির উপর দিয়ে।
বাঁকুড়ার সোনামুখী ব্লকের হামিরহাটি অঞ্চল ও পিয়ারবেড়া অঞ্চল এলাকার মাঝ দিয়েই যাচ্ছে শালী নদী আর সেই নদী পারাপারের জন্য রয়েছে একটি সেতু তবে সেই সেতুটি গত বছরের বর্ষাই ভেঙ্গে পড়েছে । আর এতেই সমস্যায় পড়েছেন পিয়ারবেড়া অঞ্চল এলাকার সমস্ত গ্রামের মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া ও সাইকেল চালক, বাইক চালক, টোটো চালক, ইঞ্জিন ভ্যান চালক, ট্রাক্টর চালক-সহ সকলে। এই সমস্যার কথা বারংবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লকে জানান সত্বেও এখনও পর্যন্ত কোনও রকম সমস্যার সমাধান হয়নি বলে অভিযাগ।
advertisement
advertisement
তাই সাধারণ মানুষকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এই ব্রিজ দিয়ে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এই বিষয়টি রাজ্যে জানান হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা অনুমোদন হয়ে যাবে। এদিন তিনি বলেন ওই ব্রিজ দিয়ে যেন জীবনের ঝুঁকি নিয়ে কোনও মানুষ না পারাপার করেন। এর বিকল্পে অন্য একটি রাস্তা থাকলেও সেটি ঘুরপথে যেতে হচ্ছে, তাতে এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
advertisement
পেয়ারবেড়া থেকে হামিরহাটি অঞ্চলের রামপুর হয়ে আসা এই রাস্তাটি দুর্গাপুর, বড়জোড়া হয়ে সোনামুখী আসার একটি শর্ট রাস্তা। তবে সেই রাস্তা এখন ভগ্ন অবস্থায় রয়েছে তাই নিত্যদিনের যাতায়াতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার মানুষ। কবে নবনির্মিত ভাবে ব্রিজ হবে বা কবে সংস্কার হবে এই ব্রিজটি সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।
advertisement
অনিকেত বাউরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 5:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: রাস্তাতেই লুকিয়ে 'মরণফাঁদ'! না দেখলেই পা ফেললেই চরম বিপদ, বাড়ছে জীবনের ঝুঁকি