Bankura: ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, দু'চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন! স্মৃতিদের বিশ্বজয়ে নতুন স্বপ্ন বুনছে জঙ্গলমহলের মেয়েরা

Last Updated:

Bankura: জঙ্গলমহলে পর্যাপ্ত প্রতিভার অভাব নেই। তাহলে কি এই প্রতিভাগুলিকে প্রস্ফুটিত করতে পারলে এখান থেকে উঠে আসবে আগামীদিনের স্মৃতি-হরমনপ্রীত বা জেমাইমা?

+
ভারতীয়

ভারতীয় মহিলা ক্রিকেট দলের পোস্টার হাতে বাঁকুড়ার জঙ্গলমহলের মেয়েরা

রাইপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই আনন্দে ভাসছে গোটা দেশ। তাঁদের এই সাফল্যে গর্বিত সকলে। এই জয়ের সঙ্গে পৃথিবীর মানচিত্রে মহিলা শক্তির এক অপূর্ব নিদর্শন তৈরি করেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। এবার সেটা দেখে উদ্বুদ্ধ হল জঙ্গলমহলের একাধিক কচিকাঁচা মেয়েরা। তাঁদের চোখে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নয়, বরং তাঁরাও আগামীদিনের হরমনপ্রীত-স্মৃতি হতে চাইছে। অসম্ভব আনন্দের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই জয় উদযাপন করে তাঁরা। প্রত্যেকের হাতে বিজয়ীদের ছবি। প্রত্যেকের চোখে ক্রিকেট খেলার স্বপ্ন।
এখন প্রশ্ন, প্রত্যন্ত জঙ্গলমহলে মেয়েদের ক্রিকেট খেলার জন্য কি পরিষেবা রয়েছে? এখানকার অধিকাংশ মেয়েই আদিবাসী। ফুসফুসের স্ট্যামিনা হোক কিংবা লড়াই করার ক্ষমতা, সবই রয়েছে সাধারণের চেয়ে একটু বেশি। বাঁকুড়ার জঙ্গলমহলে পর্যাপ্ত প্রতিভার অভাব নেই। তাহলে কি এই প্রতিভাগুলিকে প্রস্ফুটিত করতে পারলে এখান থেকে উঠে আসবে আগামীদিনের স্মৃতি-হরমনপ্রীত বা জেমাইমা?
আরও পড়ুনঃ জব কার্ড হোল্ডারদের চিন্তা শেষ! জেলায় ফের শুরু হচ্ছে জব কার্ডের ই-কেওয়াইসির কাজ, জেনে নিন দিনক্ষণ
১৯৮৩ সালে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কপিল দেব। তখন থেকেই গোটা ভারতে শুরু হয় ক্রিকেট খেলার এক অদম্য উৎসাহ। ক্রিকেটের মানচিত্র বদলে দেয় ভারত। ক্রিকেটের রাজা হয়ে রীতিমতো শাসন করছে ভারতীয় দল এবং বিসিসিআই।
advertisement
advertisement
এবার কি তাহলে মহিলা ক্রিকেট দল দেশের মহিলা ক্রিকেটের মানচিত্র বদলে দেবে? সেই প্রশ্নের উত্তর হয়তো বাঁকুড়ার চাতরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের ছোট ছোট মেয়েরা দিতে পারবে। তাঁদের বক্তব্য, ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের বিজয় দিবস উপলক্ষে যে মাঠ আমাদের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছে সেই মাঠেই আমরা বিজয় উৎসব পালন করলাম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ের আনন্দে ভাসছে জঙ্গলমহলের ছোট ছোট মেয়েরা। দু’চোখে স্বপ্ন আগামীর স্মৃতি কিংবা হরমনপ্রীত হওয়ার। বিশ্বজয়ী ‘দিদি’দের মতোই ব্যাট হাতে ময়দান কাঁপানোর স্বপ্ন দেখছে তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, দু'চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন! স্মৃতিদের বিশ্বজয়ে নতুন স্বপ্ন বুনছে জঙ্গলমহলের মেয়েরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement