৪৬ বছরের টান! অবসর নিয়েও টানা ১৩ বছর ধরে ক্লাসে! নিয়ম করে স্কুলে হাজির হন ফটিকবাবু
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
পারিশ্রমিকের প্রয়োজন নেই, আশাও করি না, যতদিন শরীর সুস্থ থাকবে, ততদিন নিয়মিত স্কুলে আসব।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: অবসর মানেই নিশ্চিন্তে ঘরে বসে দিন কাটানো। এই ধারণাকে মিথ্যে প্রমাণ করেছেন গড় রাইপুর হাইস্কুলের ইতিহাসের শিক্ষক ফটিক চন্দ্র খাঁ। ২০১২ সালে অবসর গ্রহণ করার পরও টানা প্রায় ১৩ বছর ধরে প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসেন তিনি।
ক্লাস নেন, সহশিক্ষকদের পরামর্শ দেন, ছাত্রছাত্রীদের মন জয় করেন নিজের আন্তরিকতায়। ১৯৭৯ সালে গড় রাইপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র। পরে শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন ফটিক চন্দ্র খাঁ। দীর্ঘ চাকরি জীবনের পরেও শিক্ষকতার প্রতি টানই তাঁকে আজও বিদ্যালয়ে টেনে আনে।
আরও পড়ুন : ঘাড় উঁচিয়ে দেখতে হবে! ৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা! কোথায় হয়েছে ‘এত্তবড়’ আয়োজন?
তাঁর হাতে চক ডাস্টার উঠলেই ক্লাসরুমে বেজে ওঠে ছাত্রছাত্রীদের স্বাগত জানায় তাঁকে। পলাশির যুদ্ধ হোক কিংবা সিপাই বিদ্রোহ, ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে তাঁর পাঠন ভঙ্গিমায়। পড়ুয়া ও সহশিক্ষকদের আন্তরিকতার টানেই প্রতিদিন নিয়ম করে স্কুলে আসা। পারিশ্রমিকের প্রয়োজন নেই, আশাও করি না, যতদিন শরীর সুস্থ থাকবে, ততদিন নিয়মিত স্কুলে আসব, অকপট দাবি অবসরকালীন শিক্ষক ফটিক বাবুর।
advertisement
advertisement
আরও পড়ুন : কী বৃষ্টিই না হল! মাত্র দু’ঘন্টার ঝোড়ো বর্ষণে হাঁটু জলে ‘তলিয়ে’ গেল শিলিগুড়ি
শিক্ষক দিবসে গড় রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সহশিক্ষক সহ ছাত্রছাত্রী সকলেই তাঁকে স্যালুট জানাচ্ছে। তাদের প্রিয় ফটিক বাবুকে শুধু শিক্ষক নয়, তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। যাঁর কাছে শিক্ষা মানেই ভালবাসা। আর ভালবাসাই জীবনের সবচেয়ে বড় পুরস্কার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 10:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪৬ বছরের টান! অবসর নিয়েও টানা ১৩ বছর ধরে ক্লাসে! নিয়ম করে স্কুলে হাজির হন ফটিকবাবু