হারিয়ে 'সিনেমা পাড়া' ফের চোখের সামনে! নস্টালজিয়া মুহূর্তের সাক্ষী থাকতে আসতেই হবে বাঁকুড়ায়

Last Updated:

এক সময় গমগম করত পাড়াটা। দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন শিবানী, চণ্ডীদাস চিত্রমন্দির, বীণাপানি পিকচার প্যালেসের সামনে।

+
সিনেমা

সিনেমা পাড়া প্যান্ডেল 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: এক সময় গমগম করত পাড়াটা। দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন শিবানী, চণ্ডীদাস চিত্রমন্দির, বীণাপানি পিকচার প্যালেসের সামনে। বাঁকুড়ার ওই রাস্তাটিই পরিচিত হয়ে উঠেছিল ‘সিনেমা পাড়া’ নামে। একের পর এক হিট ছবি, হলের সামনে লম্বা লাইন, বিরতির ঘণ্টা, রাস্তার ধারে খাবারের দোকান— সব মিলিয়ে এক অনন্য প্রাণচঞ্চলতা। কিন্তু সময়ের স্রোতে সবই এখন অতীত। আগাছায় ঢেকে যাচ্ছে প্রাচীন সেই সিনেমা হলগুলির ভাঙাচোরা চেহারা।
সেই সব দিনগুলির নস্টালজিয়াকেই এবারের দুর্গাপুজোয় থিম হিসেবে তুলে ধরছে বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন। পুজোর মণ্ডপ বাইরে থেকে দেখলে মনে হবে যেন সিনেমার বিশাল পর্দা, আর ভিতরে মিলবে আধুনিক মাল্টিপ্লেক্সের আবহ। টিকিট কাউন্টার থেকে শুরু করে পুরনো দিনের জনপ্রিয় সিনেমার পোস্টার— সবই থাকবে সাজানো।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ, এক সময়ের জমজমাট সিনেমা রোড আজ নির্জন। তাই স্মৃতি ধরে রাখার পাশাপাশি উদ্যোক্তাদের দাবি— শহরে আবার ফিরুক সিনেমা হল, কিংবা তৈরি হোক আধুনিক মাল্টিপ্লেক্স। ৩১তম বর্ষে পদার্পণ করা এই পুজোর বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। প্যান্ডেলে দর্শকরা খুঁজে পাবেন সেই সব হারিয়ে যাওয়া পোস্টার, সিঙ্গেল স্ক্রিনের গমগমে দিন আর ব্যস্ততার জীবন্ত ছবি। উদ্যোক্তাদের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে অন্তত কয়েক দিনের জন্য হলেও বাঁকুড়ার মানুষ আবার ফিরবেন সেই ‘সোনালি সিনেমার দিনে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিনেমা পাড়া নেই, কিন্তু স্মৃতি আছে। পুজোর কটা দিন সেই স্মৃতি দর্শকের চোখের সামনে ফুটে উঠবে, আর হারান অতীতের সৌন্দর্য ফিরে আনবে শহরের বুকের মাঝে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হারিয়ে 'সিনেমা পাড়া' ফের চোখের সামনে! নস্টালজিয়া মুহূর্তের সাক্ষী থাকতে আসতেই হবে বাঁকুড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement