Bank Siren: রাতে বাজছে ব্যাঙ্কের সাইরেন! হঠাৎ কী হল? আতঙ্ক এলাকায়, ভিতরে ঢুকতেই ফাঁস আসল কারণ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Bank Siren: জানা যায়, রাতে হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বাজতে শুরু করে। সেই আওয়াজ শুনে পথচলতি মানুষজন ব্যাঙ্কের সামনে ভিড় করেন। তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ আধিকারিক ও দমকল বিভাগের কর্মীরা
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জিঃ রাতে হঠাৎ বাজছে ব্যাঙ্কের সাইরেন। মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। সোমবার ঘটনাটি ঘটে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের বিপরীতে থাকা পুরুলিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে।
জানা যায়, রাতে হঠাৎ ব্যাঙ্কের সাইরেন বাজতে শুরু করে। সেই আওয়াজ শুনে পথচলতি মানুষজন ব্যাঙ্কের সামনে ভিড় করেন। তৎক্ষণাৎ পুরুলিয়া সদর থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সদর থানার পুলিশ আধিকারিক ও দমকল বিভাগের কর্মীরা। এই বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেওয়া হলে তিনি এসে ব্যাঙ্কের গেট খোলেন। এরপর জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেজে উঠেছিল ওই সাইরেন।
advertisement
আরও পড়ুনঃ বরানগরে বিধ্বংসী আগুন! ঘরে অবৈধভাবে মজুত ছিল…! ঘটনাস্থলে দমকল-কাউন্সিলর-পুলিশ
এই বিষয়ে ওই ব্যাঙ্কের প্রাক্তন কর্মী দিব্যজ্যোতি সিংহদেও বলেন, তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ব্যাঙ্কের ভিতর থেকে আসা সাইরেনের আওয়াজ পেয়ে তিনি দাঁড়িয়ে পড়েন। এরপর তিনি ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ব্যাঙ্কের কর্মী ও ম্যানেজার আসেন। এরপর টাউন থানার পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ভিতরে ঢুকে দেখেন যান্ত্রিক ত্রুটির ফলে এই সাইরেনে বাজছে। তাঁরা সাইরেনের কানেকশন ডিসকানেক্ট করে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন, জনবহুল এলাকায় হঠাৎ এই সাইরেন বাজার ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। পুলিশ ও দমকল বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাঁদের আতঙ্ক দূর হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Siren: রাতে বাজছে ব্যাঙ্কের সাইরেন! হঠাৎ কী হল? আতঙ্ক এলাকায়, ভিতরে ঢুকতেই ফাঁস আসল কারণ