বরানগরে বিধ্বংসী আগুন! ঘরে অবৈধভাবে মজুত ছিল...! ঘটনাস্থলে দমকল-কাউন্সিলর-পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Baranagar Fire Incident: জানা যাচ্ছে, ওই বাড়ির ঘর ভাড়া নিয়ে সেখানে কিছু ব্যক্তি অবৈধভাবে বিছানা তৈরি করার ফোম ও তুলো মজুত করে রাখেন। আজ হঠাৎ সেই ঘরের মধ্যে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়
বরানগর, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ বরানগরের এক বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ বরানগর মল্লিক কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। বিছানার সরঞ্জামের গোডাউনে আগুন লাগার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে দমকল ও বরানগর থানার পুলিশ।
এদিন বরানগর মল্লিক কলোনি এলাকায় একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা যাচ্ছে, ওই বাড়ির ঘর ভাড়া নিয়ে সেখানে কিছু ব্যক্তি অবৈধভাবে বিছানা তৈরি করার ফোম ও তুলো মজুত করে রাখেন। আজ হঠাৎ সেই ঘরের মধ্যে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
আরও পড়ুনঃ আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন
অবৈধভাবে বিছানা তৈরির ফোম ও তুলো মজুত করে রাখায় কর্মচারীদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। এদিকে এলাকার রাস্তা অত্যন্ত ছোট হওয়ায় দমকলকে ঢুকতে অনেক সমস্যার মুখে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কাউন্সিলর ও বরানগর থানার পুলিশ।
advertisement
advertisement
বরানগর পৌরসভা ও কাউন্সিলরকে না জানিয়ে এই বাড়িতে ঘর ভাড়া নিয়ে অবৈধভাবে বিছানা তৈরির সরঞ্জাম মজুত করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই ৩ জন কর্মচারীকে আটক করেছে বরানগর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বরানগরে বিধ্বংসী আগুন! ঘরে অবৈধভাবে মজুত ছিল...! ঘটনাস্থলে দমকল-কাউন্সিলর-পুলিশ