Bank Manager: 'আপনি চাকদহের ব্যাঙ্ক ম্যানেজার না?' পুরীতে গিয়ে এ কাকে দেখল বাংলার পুলিশ! বিরাট রহস্যফাঁস, কোটি-কোটি টাকার ব্যাপার
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bank Manager: চাকদহ থানার পুলিশ তদন্তে নেমে চারদিনের মধ্যে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে।
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার চাকদহ স্বর্ণ ঋণদাতা সংস্থায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার ও এক কর্মী। আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল ক্রাইম সেল ও চাকদহ থানা। গত ১৯ অগাস্ট সন্ধ্যা সাড়ে ছটার সময় দুই দুষ্কৃতী মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢোকে। সেখান থেকে প্রায় ১৫ কেজি সোনার গহনা লুট করে তারা পালায়।
advertisement
এরপর চাকদহ থানার পুলিশ তদন্তে নেমে চারদিনের মধ্যে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গহনা উদ্ধার করে।
advertisement
advertisement
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এই ব্যাঙ্কের দুই কর্মী। পুলিশ তদন্তে জানতে পেরেছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ব্যাঙ্কের ম্যানেজার এবং এক কর্মী। তাদের যোগসাজোশেই স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মিলে ডাকাতির ঘটনা ঘটেছে।
এরপরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার পুরী থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। আজ তাদের তোলা হয়েছে কল্যাণী মহকুমা আদালতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 6:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Manager: 'আপনি চাকদহের ব্যাঙ্ক ম্যানেজার না?' পুরীতে গিয়ে এ কাকে দেখল বাংলার পুলিশ! বিরাট রহস্যফাঁস, কোটি-কোটি টাকার ব্যাপার