Suvendu Adhikari: ২০২০ সালের ডিসেম্বরে, বিজেপিতে যাওয়ার আগে কী ঘটেছিল? শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ! বললেন, 'শুভেন্দুবাবু মনে রাখুন...'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Suvendu Adhikari: কুণাল ঘোষ বলেন, 'যারা অন্যায় করেছেন, তাদের পাশে কেউ দাঁড়িয়ে থাকছে না। যখনকার কথা বলা হচ্ছে, তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে।''
কলকাতা: অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দাগি বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ১৮০৬ জন ‘দাগি’ প্রার্থীদের নাম রয়েছে প্রকাশিত হয়েছে তালিকায়। যদিও এসএসসি-র প্রকাশিত এই তালিকাকে নিয়ে শুরু থেকেই তীব্র আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, এবার শুভেন্দুকেই পাল্টা দুর্নীতির অভিযোগে বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘যারা অন্যায় করেছেন, তাদের পাশে কেউ দাঁড়িয়ে থাকছে না। যখনকার কথা বলা হচ্ছে, তখন তো শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। তার দায়িত্বে একাধিক জেলা ছিল। শুভেন্দু বাবু অভিযোগ করার আগে মনে রাখুন, তিনি বিজেপিতে গিয়েছেন ২০২০ সালের ডিসেম্বর মাসে৷ তার আগে রিপোর্ট পাননি তিনি?”
advertisement
advertisement
এরপরই কুণালের সংযোজন, ”সরকারি শিক্ষা ব্যবস্থা ও পরিকাঠামো যথাযথ আছে। সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে৷ বহু বেসরকারি স্কুল ধুঁকছে। বাংলার একাধিক বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের তো ত্রিপুরায় বিজেপি ডেকে নিয়ে যাচ্ছে।‘
advertisement
যদিও এসএসসি-র প্রকাশ করা তালিকাকে আগেই ‘ভোগাস’ বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি নিয়ে আইনি জটিলতাকে চালিয়ে যেতে চান। ১৮০৪ জনের নাম প্রকাশ করেছে। এটা অসম্পূর্ণ তালিকা৷ এই সংখ্যাটা ৬ হাজারের বেশি৷ ২০২২ সালের নির্দেশে যা উল্লেখ করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ রাজ্য সরকার স্বীকার করে নিল ১৮০৪ জনের চাকরি অবৈধভাবে তারা দিয়েছে৷ স্বাধীনতার পর দেশে এমন নজির নেই৷ এমন কি, ত্রিপুরাতেও বামফ্রন্ট সরকার অবৈধভাবে চাকরি দেওয়ার কথা স্বীকার করেনি৷ প্রমাণিত হল সরকার বেআইনি কাজ করেছে৷ এটা কোনও নির্বাচিত সরকার করতে পারে না৷”
advertisement
শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলার যুবক- যুবতীদের কাছে কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে যে ১৮০৬ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, বিজেপি সরকারে আসার পর তাঁদের নামে এফআইআর করে মন্ত্রী আমলা যাঁরা বেআইনিভাবে চাকরি দিয়েছে তাঁদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেব। বিজেপিকে সরকারে আনুন। আমি কথা দিচ্ছি আট মাস বাদে দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর মন্ত্রীদের ভবিষ্যতের ঠিকানা জেল।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 5:42 PM IST