Bank Account: বাংলায় ফ্রিজ করে দেওয়া হল ১২০০ সাধারণ মানুষের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট! কেন জানেন? শুনে চমকে উঠবেন! আপনার অ্যাকাউন্ট নেই তো তাতে?

Last Updated:

Bank Account: কোনও কিছুতেই ওই উপভোক্তাদের বাড়ি তৈরি শুরু করানো যায়নি।

কেন ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট?
কেন ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট?
সুমন সাহা, কুলপি: কুলপির রহিম মোল্লা (নাম পরিবর্তীত) বছরের শুরুতেই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। তারপর কেটে গিয়েছে প্রায় আট মাস। কিন্তু একটি ইটও গেঁথে উঠতে পারেননি তিনি। ব্লক ও পুলিস প্রশাসন বারেবারে তাঁর বাড়ি গিয়ে সতর্ক করেছে। কিন্তু কোনও কিছুতেই ওই উপভোক্তাকে বাড়ি তৈরি শুরু করানো যায়নি।
জয়নগরের শাহনুর আলমও (নাম পরিবর্তীত) বাড়ি তৈরির টাকা পেয়ে আজ করব-কাল করব বলে বারেবারে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু আট মাস পরেও বদলায়নি চিত্র। প্রশাসন থেকে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ওই টাকার একটি অংশ তিনি চিকিৎসা খাতে খরচ করে ফেলেছেন। রহিম বা শাহনুরের মতো এরকম অনেক উপভোক্তা বিভিন্ন কারণে বাড়ি তৈরির কাজে হাত দেননি। এমন উপভোক্তাদের বুঝিয়েও কোনও কাজ না হওয়ায় কড়া সিদ্ধান্ত নিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
advertisement
advertisement
এই ধরনের প্রায় ১২০০ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তারা। অর্থাৎ ওই অ্যাকাউন্ট থেকে কোনও আর্থিক লেনদেন করতে পারবেন না উপভোক্তারা। এরপরও হেলদোল নেই অনেকের। সূত্রের খবর, কিছু উপভোক্তা এই চাপে বাড়ি তৈরি করার কাজ শুরু করতে চেয়ে অ্যাকাউন্ট চালু করার আবেদন করেছেন। কিন্তু বেশিরভাগই এখনও যোগাযোগ করেননি। বাড়ি তৈরির টাকা যাতে কোনও ভাবে নয়ছয় না করা হয়, সে জন্য পঞ্চায়েত দফতরের থেকে প্রতিটি জেলাকে নজর রাখতে বলা হয়েছিল। সেই কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে, একশ্রেণির উপভোক্তা টাকা ফেলে রেখে দিয়েছেন, কিন্তু কাজে হাত দিচ্ছেন না।
advertisement
আবার কয়েকজন অন্য কোথাও টাকা খরচ করে ফেলেছেন। এই অবস্থায় প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাড়ি না করতে চাইলে টাকা ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু অন্য কোনও খাতে তা খরচ করা যাবে না। এই পদক্ষেপে শেষ পর্যন্ত ওই উপভোক্তাদের টনক নড়ে কিনা, সেক দিকেই এখন তাকিয়ে রয়েছেন আধিকারিকরা। তাঁরা বলেন, যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মূলত সেটাই ফ্রিজ করা হয়েছে। এতে কিছুটা হলেও চাপে পড়বেন ওই উপভোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Account: বাংলায় ফ্রিজ করে দেওয়া হল ১২০০ সাধারণ মানুষের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট! কেন জানেন? শুনে চমকে উঠবেন! আপনার অ্যাকাউন্ট নেই তো তাতে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement