Bangladeshi citizen arrested: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী! সঙ্গে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করল পুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Bangladeshi citizen arrested: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার চাঁদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ি মালিক-সহ আরও এক যুবককে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার চাঁদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ি মালিক-সহ আরও এক যুবককে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তখন তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গ্রেফতার করে বাড়ির মালিক-সহ বাংলাদেশের এক যুবককে। বাংলাদেশের ওই যুবক পুলিশের জেলায় শিকার করে কোন পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এই ঘটনায় মুর্শিদাবাদে নওদা থানার চাঁদপুর এলাকার এক ভারতীয় দালাল শাহাজামাল এবং বাংলাদেশের যুবককে গ্রেফতার করে নওদা থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকদের নাম জানা যায় আরিফ খান বাড়ি বাংলাদেশের খুলনা জেলার খুলনা থানা এলাকায়। আর একজনের নাম শাহজামাল শেখ, তারও বাড়ি নওদার চাঁদপুর এলাকায়। শনিবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বহরমপুর জেলা আদালতে তোলা হয় অভিযুক্তদের। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 7:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladeshi citizen arrested: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী! সঙ্গে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করল পুলিশ