Bangladesh: প্রাণ নিয়ে দে ছুট! বর্ডারে পড়ে রইল প্রায় ৯০ লক্ষ টাকার সোনা! অগ্নিগর্ভ বাংলাদেশের মাঝেই সীমান্তে এ কী কাণ্ড
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
দুজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতবর্ষে সীমান্তের কাঁটাতারের কাছে এসে পৌঁছে গিয়েছিল। এই খবর আগে থেকেই ছিল বিএসএফের ৫৬ নম্বর ব্যাটেলিয়ান এর কাছে
নদিয়া: বাংলাদেশ থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি সীমান্তের কাছে এসে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন। খবর যায় বিএসএফের কাছে, এরপরেই বিএসএফ ধাওয়া করলে পালিয়ে যায় দুই ব্যক্তি, তবে ফেলে যায় দুটি প্যাকেট। প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ! রয়েছে ১১০০ গ্রাম ওজনের দুটি সোনার বাট। জানা যায় যার আনুমানিক মূল্য ৮৯.৭ লাখ টাকা!
বিএসএফ সূত্রে খবর অনুযায়ী, দু’জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতবর্ষে সীমান্তের কাঁটাতারের কাছে এসে পৌঁছে গিয়েছিল। এই খবর আগে থেকেই ছিল বিএসএফের ৫৬ নম্বর ব্যাটেলিয়ানের কাছে। সেই অনুযায়ী ওই দুই যুবকের ওপরে প্রথম থেকেই নজরদারি ছিল বিএসএফের। কাঁটাতারের কাছে পৌঁছতেই তাদের ধাওয়া করে বিএসএফ।
advertisement
advertisement
এরপরেই দুই যুবক বিএসএফের তাড়া খেয়ে তাদের সঙ্গে থাকা দুটি প্যাকেট ফেলে পুনরায় বাংলাদেশের দিকে পালিয়ে যায়। প্লাস্টিকে মোড়ানো অবস্থায় দুটি সোনার বার উদ্ধার হয় ওই প্যাকেট থেকে। যা ইতিমধ্যেই তেহট্ট কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র মারফত খবর।
advertisement
উল্লেখ্য, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। তারই মাঝে বাংলাদেশ থেকে আসা দুই পাচারকারীকে ধাওয়া এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনারবার! সমস্ত ঘটনাগুলির কারণে সাময়িকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেই বিএসএফ সূত্রে খবর।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh: প্রাণ নিয়ে দে ছুট! বর্ডারে পড়ে রইল প্রায় ৯০ লক্ষ টাকার সোনা! অগ্নিগর্ভ বাংলাদেশের মাঝেই সীমান্তে এ কী কাণ্ড