Bangla Video: নিজের বাড়ি ফেরত চেয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পবনের সংসার!

Last Updated:

Bangla Video: কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা পবন পাল। বাধ্য হয়ে বারাসতে জেলাশাসকের অফিসের সামনে স্ত্রী-সন্তানকে নিয়ে রীতিমত সংসার পেতে ধরনায় বসেছেন

+
জেলাশাসকের

জেলাশাসকের দফতরের সামনে ধর্না

উত্তর ২৪ পরগনা: সরকারিভাবে পাট্টা পেলেও সেই জমিতে গত ১০ বছর ধরে পরিবার নিয়ে থাকতে পারছেন না আমডাঙার পবন পাল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে রীতিমত উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের দুয়ারে মাথা ঠুকেও অধিকার ফিরে পাননি তিনি। তাই অবশেষে বাধ্য হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনেই সংসার পাতলেন অসহায় পবন।
কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা পবন পাল। বাধ্য হয়ে বারাসতে জেলাশাসকের অফিসের সামনে স্ত্রী-সন্তানকে নিয়ে রীতিমত সংসার পেতে ধরনায় বসেছেন। পবন পালের রোজগার বলতে কোন‌ও দিন ৫০ টাকা তো কোন‌ও দিন ১০০ টাকা। হকারি করেই বছর দশকের কন্যা সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়েই জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
জানা গিয়েছে, পবনের বাবা কৃষ্ণপদ পাল ১৯৯১ সালে সরকারিভাবে চার কাঠা জমির পাট্টা পান। সেই জমিতে তাঁরা বসবাস করতেন। অভিযোগ, কৃষ্ণপদবাবু মারা যাওয়ার পর ২০১২ সালে ওই পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে উৎখাত করে দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন মল্লিক। তারপর বারে বারে প্রশাসনের নানা স্তরে গিয়ে অভিযোগ জানালেও কোন‌ও কাজ হয়নি। বাধ্য হয়ে পরিবার নিয়ে পবন পাল দিন কাটান ভাঙা ছাদের টালির ঘরে। বর্ষাকালে জলে ভেসে যায় গোটা ঘর। কোথাও ত্রিপল টাঙিয়ে, আবার কোথাও এক চিলতে চাদর দিয়ে ঘিরে কোন‌ওরকমে দিন গুজরান করেন।
advertisement
বারবার প্রত্যাখ্যাত হয়ে স্থানীয় প্রশাসনের উপর আজ আর কোন‌ও আস্থা নেই পবনের। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়া মেয়ে ও স্ত্রীকে নিয়ে বারাসতে জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেছেন পবন পাল। এদিকে অভিযুক্ত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তপন কুমার মল্লিক বিষয়টি নিয়ে কোন‌ওরকম প্রতিক্রিয়া দিতে চাননি। পাল্টা সাংবাদিকদের উপরই আক্রমণ করেন তিনি! এমন পরিস্থিতিতে নিজের অধিকার ফিরে পেতে পবন সহ তাঁর গোটা পরিবারের এ হেন অবস্থান-বিক্ষোভে আদৌ প্রশাসনের টনক নড়ে কিনা এখন সেটাই দেখার।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: নিজের বাড়ি ফেরত চেয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পবনের সংসার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement