Leopard Caged: ফের বন্ধ চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

Last Updated:

Leopard Caged: বন্ধ দলসিংপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা

লেপার্ড 
লেপার্ড 
আলিপুরদুয়ার: ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ। চলতি বছর এই নিয়ে বন্ধ চা বাগানটির একই সেকশন থেকে তিনটি চিতাবাঘ খাঁচাবন্দি হল।
এদিন বন্ধ দলসিংপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের শ্রমিকরা। কারণ এই চিতাবাঘের হামলায় তাঁরা অশেষ দুর্গতির মুখে পড়েছিলেন।
advertisement
advertisement
দলসিংপাড়া চা বাগান বন্ধ থাকায় এখানকার দুঃস্থ শ্রমিকদের কাছে পশুপালনই হয়ে উঠেছিল অন্যতম জীবিকা। এই করেই কোন‌ওরকমে পেট চলছে তাঁদের। বন্ধ বাগানের চা শ্রমিকদের অভিযোগ, প্রায় দিনই চিতাবাঘ এসে তাঁদের গবাদি পশুর ওপর হামলা করছিল। ফলে আতঙ্কে ছিলেন এখানকার বাসিন্দারা।
এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিক মহল্লার বাসিন্দার। অপরদিকে, বাগান বন্ধ থাকায় আগাছায় ভরে গিয়েছে চারিদিক। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের রক্ষা করতে দহল শুরু করেছেন বনকর্মীরা।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Caged: ফের বন্ধ চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement