Paper ATM: বাঙালির 'পেপার এটিএম'! এখানে সংবাদপত্রের সঙ্গে পাওয়া যায় বিশ্বাস...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Paper ATM: রাজু মল্লারপুর রেল স্টেশনের ওভার ব্রিজের নিচে বিভিন্ন সংবাদপত্র বেঞ্চিতে লাগিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এরপর এক অদ্ভুত পদ্ধতিতে চলে কেনাবেচা
বীরভূম: ‘পেপার এটিএম চালু’ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মল্লারপুরের রাজু। মানুষের উপর এখনও তাঁর অগাধ বিশ্বাস, প্রতিদিন সেই পরীক্ষাই দিয়ে চলেছে রাজু লেট। রাজুর এই বিশ্বাস মনে করিয়ে দিচ্ছে বীরভূমের সেই ছোট্ট ছেলেটির কথা, যাকে শিক্ষক জিজ্ঞেস করেছিলেন তুমি বড় হয়ে কী হতে চাও? সে জানিয়েছিল বড় হয়ে বোকা হতে চায়! এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছিল। তেমনই বীরভূমের রাজু। আদতে রাজু এক সংবাদপত্রের হকার। প্রতিদিন সকালে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর পেশা। গত দশ বছর ধরে এই কাজ করেই সংসার চালাচ্ছেন।
সেই রাজু মল্লারপুর রেল স্টেশনের ওভার ব্রিজের নিচে বিভিন্ন সংবাদপত্র বেঞ্চিতে লাগিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। স্টেশনে আসা সংবাদপত্রের পাঠকরা ওভার ব্রিজের গ্রিলের ফাঁক দিয়েই নিজের পছন্দের কাগজ নিয়ে পাশেই একটি নির্দিষ্ট জায়গায় কাগজের নির্দিষ্ট দাম রেখে চলে যান। কোনও পাহারাদার নেই, নেই কোনও সিসিটিভি ক্যামেরা। শুধু বিশ্বাসের উপর ভরসা করে মল্লারপুর স্টেশনে এই ‘পেপার এটিএম’ চলছে গত কয়েক বছর ধরে।
advertisement
আরও পড়ুন: রাস্তা তৈরি নিয়ে বিবাদে জড়াল শাসকদলের দুই পক্ষ, সিঙ্গুরে চ্যালা কাঠ নিয়ে তাড়া করারর ভিডিও ভাইরাল
advertisement
মূলত উন্নত দেশে বিমানবন্দর থেকে শহরের ভিতর মানবহীন যন্ত্র নির্ভর ব্যবসা চলে। যা প্রচলিত ‘এআই নির্ভর শোরুম’ হিসাবে। সেখানে কার্ড সোয়াইপ করে আপনি দোকানে ঢুকলেই মানুষ না থাকলেও সিসিটিভির নজরদারিতে চলে আসেন। খরিদ্দার নিজের পছন্দের জিনিস কিনে বাইরে বের হলেই যন্ত্র তাঁর মোবাইলে পাঠিয়ে দেয় বিল। কিন্তু বাংলায় কোনও নজরদারি ছাড়া সংবাদপত্র নিজের বিশ্বাসে টেবিলে সাজিয়ে চলে যাচ্ছেন এক হকার। অথচ বিন্দুমাত্র নজরদারি নেই। এভাবেই দেদার বিক্রি হচ্ছে সংবাদপত্র। ‘পেপার এটিএম’ থেকে প্রতিদিন সংবাদপত্র সংগ্রহ করা এক গ্রাহক রাজকুমার দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে এভাবেই কাগজ নিয়ে চলে যান। কিন্তু একটি দিনের জন্যও টাকা না দিয়ে কাগজ নিয়ে চলে যাওয়া বা ওখানে রাখা টাকা চুরি যাওয়ার মত ঘটনা ঘটেনি।
advertisement
পেপার এটিএমের উদ্ভাবক রাজু লেট জানান, যাঁরা শিক্ষিত বিশেষত তাঁরাই এখন খবরের কাগজ পড়েন। তাঁরা কখনও মানুষকে ঠকান না। আমি মানুষকে বিশ্বাস করি। তাঁরা আমায় ভালোবাসেন। এমনও অনেকদিন গিয়েছে, খুচরো নেই। এক সপ্তাহ কাগজের দাম দিতে পারেননি। পরে এসে একসঙ্গে কাগজের দাম রেখে গিয়েছেন। আমার লক্ষ্য মানুষকে খবরের কাগজ পড়ানো। পাঠক বাড়লে আমরা বাঁচব।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paper ATM: বাঙালির 'পেপার এটিএম'! এখানে সংবাদপত্রের সঙ্গে পাওয়া যায় বিশ্বাস...